কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

জৈব পদ্ধতিতে চাষের প্রসার

Posted On: 17 DEC 2021 3:15PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  ডিসেম্বর, ২০২১

 

সরকার পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা (পিকেভিওয়াই)এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য মিশন অরগ্যানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ইন নর্থইস্ট রিজিয়ন (এমওভিসিডিএনইআর)এর মাধ্যম জৈব চাষে উৎসাহদাহে উদ্যোগ নিয়েছে। দুটি প্রকল্পের ২০১৫-১৬ অর্থবর্ষে সূচনা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা জৈব পদ্ধতিতে ফসল ফলিয়ে সেটির শংসাপত্র সংগ্রহ করে, বাজারজাতকরণ এবং প্যাকেজিং ও মজুত করার কাজে আর্থিক  সহায়তা পাবে।

পিকেভিওয়াই দেশের সব রাজ্যে ক্লাস্টার পদ্ধতিতে জৈব চাষে উৎসাহ দিয়ে থাকে। তিন বছরের মেয়াদে কৃষকদের হেক্টর পিছু জমিতে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে বীজ কেনা, জৈব সার, জৈব কীটনাশক, কমপোস্ট বা ভার্মি কমপোস্ট, বিভিন্ন জৈব উপাদান সংগ্রহ করতে কৃষকদের হেক্টর পিছু ৩১ হাজার টাকা দেওয়া হয়।

এমওভিসিডিএনইআর-এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের কৃষকরা কৃষিপণ্য উৎপাদক সংস্থার মাধ্যমে জৈব চাষে উৎপাদিত ফসলের প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে সহায়তা পান। এই প্রকল্পে কৃষিপণ্য উৎপাদক সংস্থা গঠন করলে কৃষকদের হেক্টর পিছু তিন বছরের জন্য ৪৬,৫৭৫ টাকা দেওয়া হয়। এর সাহায্যে কৃষকরা উন্নতমানের বীজ সংগ্রহ করতে পারেন। তাদের আর্থিক সাহায্যের জন্য কৃষিপণ্য উৎপাদক সংস্থা এবং বেসরকারী শিল্পোদ্যোগীদের যথাক্রমে ৭৫ শতাংশ এবং ৫০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হয়। এই অর্থে উৎপাদিত ফসল মজুত রাখা, সেগুলি খাদ্য প্রক্রিয়াকরণে পাঠানো, কোল্ড চেনে সংরক্ষণ করে রাখার  মতো বিভিন্ন কাজে সহায়তা করা হয়।  

এগুলি ছাড়াও মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, ন্যাশনাল প্রজেক্ট অন অরগ্যানিক ফার্মিং, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং ন্যাশনাল প্রজেক্ট অন অরগ্যানিক ফার্মিং আন্ডার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মাধ্যমে জৈব চাষে কৃষকদের সাহায্য করা হয়।

পিকেভিওয়াই এবং এমওভিসিডিএনইআর প্রকল্পে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ, জৈব চাষে কৃষিকাজ করা এবং উৎপাদিত শষ্যের শংসাপত্র সংগ্রহ করার জন্য এমওভিসিডিএনইআর-এ ১০ হাজার টাকা দেওয়া হয়। পিকেভিওয়াই-এর আওতায় কৃষকরা দক্ষতা বিকাশের জন্য ৭ হাজার ৫০০ টাকা পেয়ে থাকেন।

এমওভিসিডিএনইআর প্রকল্পে আসামে ৫ হাজার জন এবং ত্রিপুরায় ৪৩০৫ জন উপকৃত হয়েছেন।

 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

 

CG/CB/NS



(Release ID: 1782871) Visitor Counter : 204


Read this release in: Telugu , English , Urdu , Tamil