কৃষিমন্ত্রক

কৃষি পণ্যের আমদানি ও রপ্তানি

Posted On: 17 DEC 2021 3:16PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ ডিসেম্বর, ২০২১
 
২০২০-২১ সালে কৃষিজ পণ্যের আমদানির পরিমাণ ১৪১৪৪৮.০৫ কোটি টাকা। অন্যদিকে, কৃষিজ পণ্য রপ্তানির পরিমাণ ২১০০৯৩.৪০ কোটি টাকা। ভারত কৃষি পণ্যে স্বনির্ভর। তবে, ডাল, কাজুবাদাম, তাজা ফল, মশলা জাতীয় কৃষি পণ্য আমদানি করা হয়ে থাকে। দেশে ডাল উৎপাদনে আত্মনির্ভরতার জন্য সরকার এই ক্ষেত্রে উন্নতিসাধনে জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন বাস্তবায়ন করেছে। এছাড়াও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (আরকেভিওয়াই)-এর আওতায় ডাল উৎপাদনে উন্নতির জন্য রাজ্যগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। দেশে অত্যাবশ্যকীয় ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধিতে জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের আওতায় তৈলবীজ কর্মসূচি বাস্তবায়িত করা হচ্ছে। এমনকি হলুদের আমদানি কমানোর জন্য উপযুক্ত স্থানে হলুদ চাষের ওপর জোর দেওয়া হয়েছে। দেশের কৃষি ক্ষেত্র সহ কৃষিজ পণ্য আমদানি-রপ্তানির বিষয়ে বাণিজ্য নীতি এবং কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্য বিভাগকে। আঙুর, আম, কলা, পেঁয়াজ, চাল, পুষ্টিকর শস্য, ডালিম, ফুল ইত্যাদি চাষ এবং এই সমস্ত কৃষিজ পণ্য রপ্তানির জন্য কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ রপ্তানি উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
 
CG/SS/SKD/


(Release ID: 1782869) Visitor Counter : 464


Read this release in: English , Urdu , Telugu