শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউনিফায়েড লজিস্টিক ইন্টারফেস প্ল্যাটফর্মের (ইউএলআইপি) লজিস্টিক হ্যাকাথনের সূচনা

পিএম গতিশক্তির সঙ্গে সাযুজ্য রেখে ইউএলআইপি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং আত্মনির্ভর ভারত গঠনের উদ্দেশ্য পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ

Posted On: 17 DEC 2021 1:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২১

 

জনসাধারণের কাছ থেকে আরও বেশি ধ্যানধারণা পেতে কেন্দ্রীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তর ইউনিফায়েড লজিস্টিক ইন্টারফেস প্ল্যাটফর্মের (ইউএলআইপি) লজিস্টিক হ্যাকাথনের সূচনা করেছে। দেশে লজিস্টিক খাতে খরচ কমাতে এবং পারদর্শিতা বাড়াতে ইউএলআইপি গড়ে তোলা হয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট সবপক্ষ রিয়েল টাইম তথ্য পাবেন এবং লজিস্টিক সম্পর্কিত তথ্যগত অসঙ্গতি দূর করা সম্ভব হবে। জাতীয় শিল্প করিডর উন্নয়ন নিগম (এনআইসিডিসি) এবং এনআইসিডিসি-র লজিস্টিক ডেটা ব্যাঙ্ক সার্ভিসেস লিমিটেড (এনএলডিএসএল) – এর সহযোগিতায় নীতি আয়োগ ও অটল ইনোভেশন মিশন লজিস্টিক হ্যাকাথন আয়োজন করেছে।

নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত হ্যাকাথনের সূচনা করেন। এই উপলক্ষে লজিস্টিক দপ্তরের বিশেষ সচিব শ্রী অমৃত লাল মিনা, নীতি আয়োগের প্রবীণ উপদেষ্টা শ্রীমতী আন্না রায় সহ এনআইসিডিসি-র সহ-সভাপতি শ্রী অভিষেক চৌধুরী উপস্থিত ছিলেন। হ্যাকাথনের সূচনা করে শ্রী কান্ত বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আমরা দেশে লজিস্টিক সম্পর্কিত বড় সমস্যার সমাধানের চেষ্টা করছি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে লজিস্টিক খাতে খরচ প্রায় ১৪ শতাংশ বেশি। তাই, এই খরচ কমাতে উদ্ভাবনী পন্থা খুঁজে বের করার জন্য আমরা দেশের অগ্রণী প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে কাজ করছি। তিনি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের বর্তমান লজিস্টিক ব্যবস্থাকে একত্রিত করার জন্য এনআইসিডিসি-র প্রশংসা করেন। লজিস্টিক হ্যাকাথন শুরু করার জন্যও তিনি এনআইসিডিসি-কে অভিনন্দন জানান। উল্লেখ করা যেতে পারে, লজিস্টিক ডেটা ব্যাঙ্ককে কাজে লাগিয়ে ইউএলআইপি প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য নীতি আয়োগ গত জানুয়ারি মাসে এনআইসিডিসি-কে দায়িত্ব দেয়। বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা খুঁজে বের করার জন্য গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই অনুসারে, লজিস্টিক ক্ষেত্রে প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসাবে ইউএলআইপি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।

দেশে অর্থনৈতিক অগ্রগতির মেরুদন্ড হ’ল লজিস্টিক ক্ষেত্র। এমনকি, ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতেও লজিস্টিক ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্য পূরণে তাই, লজিস্টিক ক্ষেত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। 

 

CG/BD/SB


(Release ID: 1782670) Visitor Counter : 200


Read this release in: English , Malayalam , Hindi