স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৩৫ কোটি ৯৯ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৮ শতাংশ, ২০২০-র মার্চ থেকে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪৭

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪১৫

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৩ শতাংশ, যা গত ৩৩ দিন ১ শতাংশের নীচে

Posted On: 17 DEC 2021 9:40AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭০ লক্ষ ৪৬ হাজার ৮০৫। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৩৫ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ২৬৭।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৮৫,৯৫৮

 

৯৬,২৯,৫৩২

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৮৩,৬৬৬

 

,৬৭,৪২,৯৯৯

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৪৮,৩৮,৭৪,৬৬৭

 

২৮,৫০,৫৯,৬৪৫

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৯,০৮,৭০,১১৬

 

১৩,৭৫,৯৪,৩৫০

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১১,৯২,৮৪,০১২

 

,৮১,৭১,৩২২

 

মোট

 

,৩৫,৯৯,৯৬,২৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৮ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ৫০ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮৬ হাজার ৪১৫ হয়েছে, যা মোট আক্রান্তের ০.২৬ শতাংশ এবং ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বনিম্ন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৫৯ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৬ কোটি ১৫ লক্ষ ৭ হাজার ৬৯৪।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৩ শতাংশ, যা গত ৩৩ দিন ১ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৫৯ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৭৪ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ১০৯ দিন ৩ শতাংশের নীচে।


CG/BD/SB


(Release ID: 1782654) Visitor Counter : 148