সহযোগ মন্ত্রক
প্রাকৃতিক কৃষি কাজ সম্পর্কিত জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
Posted On:
16 DEC 2021 5:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাকৃতিক কৃষি কাজ সম্পর্কিত জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কৃষকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর, গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবরথ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র প্যাটেল উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী শ্রী শাহ বলেন, প্রাকৃতিক কৃষি কাজের প্রসারে এবং এ ধরনের চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করে তুলতেই এই সম্মেলন আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রেরণাতেই এই সম্মেলন আয়োজিত হয়েছে। সারা দেশে কৃষকরা প্রাকৃতিক কৃষি কাজ পদ্ধতি গ্রহণ করুন, যাতে তাঁরাও লাভবান হন এবং দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারেন, বলে শ্রী শাহ অভিমত প্রকাশ করেন। বহু কৃষক এ ধরনের কৃষি কাজ পদ্ধতির উপকারিতা সম্পর্কে জানতে পেরে তা গ্রহণ করেছেন।
শ্রী শাহ বলেন, কৃষি উৎপাদন বহু বছর ধরেই জিডিপি-র অঙ্গ। তাই, জিডিপি-তে কৃষি ক্ষেত্রের অবদান আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কৃষি কাজের পন্থা অবলম্বন করে তা আরও বাড়ানো যেতে পারে বলেও শ্রী শাহ অভিমত প্রকাশ করেন।
সমবায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদী ক্ষুদ্র কৃষি সেচ ব্যবস্থায় অগ্রাধিকার দিয়েছেন এবং গুজরাটের মতো ক্ষুদ্র কৃষি সেচ ব্যবস্থা অবলম্বনকারী রাজ্যগুলিতে সেচ ব্যবস্থার প্রসারে পুরোদমে কাজ চলছে। তিনি বলেন, সেচ ব্যবস্থায় জলের পরিমাণ একই রকম থাকলেও আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করলে সীমিত পরিমাণ জল দিয়েও সেচ ব্যবস্থার প্রসার ঘটানো যায়। প্রধানমন্ত্রী ২০১৯ সাল থেকেই প্রাকৃতিক কৃষি কাজ পদ্ধতি অবলম্বনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। এই প্রেক্ষিতে শ্রী শাহ বলেন, উৎপাদনশীলতা বাড়াতে রাসায়নিক সার একদিকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই তা মাটির উর্বরশীলতাও কমিয়ে দেয়। পক্ষান্তরে, মাটির দীর্ঘস্থায়ী-ভিত্তিতে ক্ষতি হয়।
শ্রী শাহ বলেন, আমাদের পরম্পরাগত ও প্রাকৃতিক কৃষি কাজ পদ্ধতির পুনরুজ্জীবনে স্বয়ং প্রধানমন্ত্রী এক বড় অভিযান গ্রহণ করেছে। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণে শ্রী মোদী দেশের কোটি কোটি কৃষককেও এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। শ্রী শাহ বলেন, এই অভিযান কৃষি জমিতে জল ধরে রাখার ক্ষমতা যেমন বাড়াবে, তেমনই জমির উৎপাদনশীলতাও বৃদ্ধি করবে। একইভাবে, কৃষি কাজে খরচ কমবে, মূল্যবান জলসম্পদ সাশ্রয় হবে এবং জৈবিক ফসল পাওয়া যাবে, যা শরীরের পক্ষে কম ক্ষতিকারক।
শ্রী শাহ জানান, স্বাধীনতার ৭৫ বছরে সমবায় মন্ত্রক গড়ে তুলে প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য তিনি দেশের কোটি কোটি কৃষক ও দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শ্রী শাহ বলেন, সমবায়ের মাধ্যমে মৎস্যচাষ ও কৃষি সহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ চলছে। তবে, এ ধরনের উদ্যোগের ফলে ক্ষুদ্র চাষীরা বিশেষভাবে লাভবান হবেন। কৃষকদের প্রাকৃতিক কৃষি কাজ পদ্ধতি গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি, তাঁরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান, তাও সুনিশ্চিত করা প্রয়োজন। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি দেশে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষি কাজে আরও গতিসঞ্চার করবে। কৃষকরা শ্রী মোদীকে ভরসা করেছেন এবং বহু বছর পর ২০১৪ থেকে দেশে কৃষকদের আস্থা ফিরে এসেছে বলেও শ্রী শাহ অভিমত প্রকাশ করেন।
CG/BD/SB
(Release ID: 1782645)
Visitor Counter : 147