গ্রামোন্নয়নমন্ত্রক

জমি অধিগ্রহণ ক্ষেত্রে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্রমতালিকা প্রণয়নের জন্য এমআইএস পোর্টালের সূচনা করেছেন শ্রী গিরিরাজ সিং

Posted On: 16 DEC 2021 5:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্রমতালিকা প্রণয়নের জন্য ২০১৩’র জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের ন্যায্য ক্ষতিপূরণের অধিকার  তথা স্বচ্ছতা আইন অনুযায়ী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস পোর্টালের সূচনা করেছেন। এই উপলক্ষে শ্রী সিং জানান, ক্রমতালিকায় অবস্থান কাজকর্মের নিরিখে তিনটি রাজ্য ও সমসংখ্যক জেলাকে পুরস্কৃত করা হবে। 

এই পোর্টালকে ‘বিকাশ পোর্টাল’ হিসাবে আখ্যা দিয়ে শ্রী সিং বলেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পোর্টালে কেবল তথ্য ও পরিসংখ্যানই পাওয়া যাবে না, সেই সঙ্গে দেশের অগ্রগতির ইঙ্গিতও মিলবে। সরকারের গতিশক্তি মিশনকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির ফসল হ’ল এই পোর্টাল। প্রকল্পের কাজকর্ম রূপায়ণে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রী সিং বলেন, এর ফলে প্রকল্প খাতে খরচ যেমন বাড়ে, তেমনই উন্নয়নের স্বাভাবিক গতিও বিঘ্নিত হয়। তিনি আরও বলেন, পোর্টাল থেকে সমস্ত রাজ্যের অবস্থান সম্পর্কিত যে ক্রমতালিকা পাওয়া যাবে, তা উন্নয়নমুলক কাজকর্মের অগ্রগতিকে নজর রাখতে সাহায্য করবে। পক্ষান্তরে, প্রকল্পের কাজে গতি আসবে এবং রূপায়ণের সঙ্গে যুক্ত আধিকারিকরাও উৎসাহিত হবেন। 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্রমতালিকা প্রকাশে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে পোর্টালে যাবতীয় তথ্য থাকছে। ভূমি সম্পদ দপ্তর এই পোর্টালটি গড়ে তুলেছে। এনআইসি এই পোর্টালটি ভূমি রাজস্ব দপ্তরের জন্য নিখরচায় তৈরি করেছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্রমতালিকা তৈরির ক্ষেত্রে তাদের যাবতীয় পরামর্শ ও মতামত বিবেচনা করা হবে বলেও মন্ত্রী জানান। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাফল্যের সূচক হিসাবে মোট ১৪০ নম্বর স্থির হয়েছে। এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ক্রমতালিকা তৈরি হবে। অবশ্য, প্রকল্প বিলম্বের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরে নেগেটিভ মার্কিং থাকছে। 

অনুষ্ঠানে বিভাগীয় দুই প্রতিমন্ত্রী শ্রী ফগগন সিং কুলস্তে ও সাধভি নিরঞ্জন জ্যোতি জমি অধিগ্রহণ কর্মসূচি সময় মতো শেষ করতে এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে রাজ্যগুলিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। 

 

CG/BD/SB



(Release ID: 1782643) Visitor Counter : 292


Read this release in: English , Marathi , Hindi , Kannada