ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

উদ্যম সখী পোর্টাল

प्रविष्टि तिथि: 16 DEC 2021 12:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২১

 

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের উদ্যম সখী পোর্টাল ২০১৮’র মার্চ মাসে সূচনা হয়। http://udyamsakhi.msme.gov.in – এর মাধ্যমে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে মহিলা শিল্পোদ্যোগীরা বিভিন্ন আর্থিক প্রকল্প ও নীতি সম্পর্কে জানতে পারেন। এই পোর্টাল মহিলাদের নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করে এবং মহিলা শিল্পোদ্যোগীদের ব্যবসার প্রসারেও এই পোর্টাল সহায়ক। এ পর্যন্ত ওডিশার ১৭ জন মহিলা সহ মোট ২৯৫২ জন মহিলা এর মাধ্যমে উপকৃত হয়েছেন।

উদ্যম সখী পোর্টাল তৈরিতে ৪৩ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয় করা হয়েছে। ইন্সটিটিউট ফর ডিজাইন অফ ইলেক্ট্রিকাল মেজারিং ইন্সট্রুমেন্টস্ এই পোর্টালটি তৈরি করেছে। তবে, উদ্যম সখী পোর্টাল থেকে তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত, অন্যান্য অনগ্রসর শ্রেণী, গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে কতজন উপকৃত হয়েছেন, সে বিষয়ে কোনও তথ্য মন্ত্রকের কাছে নেই।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নারায়ণ রানে।

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1782401) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , Tamil , Telugu