স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৩৫ কোটি ২৫ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ, যা ২০২০-র মার্চ মাস থেকে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় ৬০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন

দেশে সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ২৪

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৪ শতাংশ, যা গত ৩২ দিনে ১ শতাংশের নীচে

Posted On: 16 DEC 2021 9:56AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬০ লক্ষ ১২ হাজার ৪২৫আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৩৫ কোটি ২৫ লক্ষ ৩৭ হাজার ৯৮৬

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ -

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,০৩,৮৫,৮৭৯

দ্বিতীয় ডোজ

৯৬,২২,২২৩

প্রথম সারির স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,৮৩,৮৩,৫০৯

দ্বিতীয় ডোজ

,৬৭,২৮,৬০৬

১৮ – ৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪৮,২৬,৩৮,০১১

দ্বিতীয় ডোজ

২৮,১০,০০,৩২০

৪৫ – ৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৯,০৫,৮৪,০৭৩

দ্বিতীয় ডোজ

১৩,৬৪,৯৩,৪৯৭

৬০ বছরের ঊর্ধ্বে

প্রথম ডোজ

১১,৯১,১৪,৬৭৬

দ্বিতীয় ডোজ

,৭৫,৮৬,১৯২

মোট

,৩৫,২৫,৩৬,৯৮৬

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৮ জন। এর ফলে মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৮৭৯জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৮ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বোচ্চ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ৪৯ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ২৪৫, যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.২৫ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ১৬ হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৬ কোটি ২ লক্ষ ৪৭ হাজার ৭৬২টি।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তেমন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৪ শতাংশ, যা গত ৩২ দিনে ১ শতাংশের নীচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৫৭ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৭৩ দিনে ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ১০৮ দিনে ৩ শতাংশের নীচে।

 

CG/SS/SKD/



(Release ID: 1782223) Visitor Counter : 170