স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোকের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মসূচির (এনপিসিডিসিএস) বিষয় সর্বশেষ তথ্য

Posted On: 14 DEC 2021 2:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২১

 

জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর অধীনে  ২০১০ সালে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন অসুখ এবং স্ট্রোকের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি (এনপিসিডিসিএস)  শুরু করা হয়। এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাওয়া প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। এনপিসিডিসিএস  কর্মসূচির আওতায় সংক্রমিত ব্যাধি নয়, এ ধরনের চিকিৎসার জন্য যে উদ্যোগগুলি নেওয়া হয় সেগুলি হল : স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি; মানবসম্পদ উন্নয়ন; অসুখের বিষয়ে সচেতন করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়ন ; দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনে অন্য হাসপাতালে রোগীকে পাঠানোর ব্যবস্থা করা।

এনএইচএম-এর আওতায় সংক্রমিত ব্যাধি নয়, এ ধরনের অসুখের জন্য এনপিসিডিসিএস কর্মসূচিতে ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৫৬১ কোটি ১৮ লক্ষ ৭ হাজার টাকা দেওয়া হয়েছে। এনপিসিডিসিএস-এর আওতায় জেলাস্তরে ৬৭৭টি সংক্রমিত ব্যাধি নয়, এ ধরনের অসুখের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। জেলাস্তরে হৃদরোগের চিকিৎসার জন্য ১৮৭টি কেন্দ্র, ২৬৬টি জেলাস্তরীয় ডে-কেয়ার সেন্টার এবং ৫,৩৯২টি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে।

এনএইচএম-এর দেশজুড়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের মতো  সংক্রমিত নয়, এ ধরনের অসুখের প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও শনাক্তকরণের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে সর্বাঙ্গীণ প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে যুক্ত করা হয়েছে। ৩০ বছরের বেশি বয়সী নাগরিকদের নিয়মিত চেক-আপ-এর ব্যবস্থা করা হয়েছে – যা আয়ুষ্মান ভারত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পাওয়া যায়।  

সর্বাঙ্গীণ প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় আয়ুষ্মান ভারত স্বাস্থ্যকেন্দ্রে ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, ক্যান্সারের মতো অসুখের থেকে বাঁচার জন্য জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতি বছর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস ও বিশ্ব ক্যান্সার দিবসে সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এফএসএসএআই-এর মাধ্যমে স্বাস্থ্যকর খাবার খাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ এবং আয়ুষ মন্ত্রক যোগ সংক্রান্ত নানা উদ্যোগের মাধ্যমে সকলকে সুস্থ রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ক্যান্সারের বিষয়ে সচেতন করে তোলার জন্য এনএইচএম-এর আওতায় এনপিসিডিসিএস আর্থিক সহায়তা দিয়ে থাকে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ভারতী প্রবীণ পাওয়ার।

 

CG/CB/DM/



(Release ID: 1781538) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Tamil , Telugu