স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৩২ কোটি ৯৩ লক্ষ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ৮৯ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৬ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৭৪
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ২৮১, যা ৫৬০ দিনে সর্বনিম্ন
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭০ শতাংশ, যা গত ২৮ দিন ১ শতাংশের নীচে

Posted On: 12 DEC 2021 9:36AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ ডিসেম্বর, ২০২১


দেশে গত ২৪ ঘন্টায় ৮৯ লক্ষ ৫৬ হাজার ৭৮৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৩২ কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার ২৩০

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৩,৮৫,৬০১

দ্বিতীয় ডোজ

৯৫,৯৮,৬৯০

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৩,৮২,৯৬৩

দ্বিতীয় ডোজ

,৬৬,৮৯,০৫০

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪৭,৭৮,৬৩,৩৭৫

দ্বিতীয় ডোজ

২৬,৯৪,০৮,৭৬৯

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৮,৯৪,৩০,৬২২

দ্বিতীয় ডোজ

১৩,৩২,৭৯,৫২০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১১,৮৪,৫২,১১৪

দ্বিতীয় ডোজ

,৫৮,৯৩,৫২৬

মোট

,৩২,৯৩,৮৪,২৩০

দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৭৯৫

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৬ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয় মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ৪৫ দিন ১৫ হাজারের নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৭৪

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯২ হাজার ২৮১, যা ৫৬০ দিনে সর্বনিম্নএরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ০.২৭ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৮৯ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৬৫ কোটি ৫৮ লক্ষ ১৬ হাজার ৭৫৯

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭০ শতাংশ, যা গত ২৮ দিন ১ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৫ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৬৯ দিন ২ শতাংশের নীচে এবং ১০৪ দিন ৩ শতাংশের নিচে রয়েছে

 

CG/BD/AS/


(Release ID: 1780715) Visitor Counter : 175