উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের আওতাধীন কারিগরদের জন্য আত্মনির্ভর হস্তশিল্পকার প্রকল্পের নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিত্ত নিগম লিমিটেড
Posted On:
10 DEC 2021 12:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ডিসেম্বর, ২০২১
উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান হলো উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিত্ত নিগম লিমিটেড (এনইডিএফআই)।এর প্রধান কার্যালয় গুয়াহাটির দিসপুরে এবং সমস্ত উত্তর-পূর্ব অঞ্চল জুড়ে শাখা কার্যালয় ছড়িয়ে রয়েছে। ১৯৯৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান ২৬ বছরে পড়েছে। বছরের পর বছর ধরে এই সংস্থা ৭ হাজার ৫০০-রও বেশি প্রকল্পে ঋণ প্রদান করেছে এবং দেশের উত্তর-পূর্বের ৮টি রাজ্যে সংস্থার কর্পোরেট সামাজিক দায়িত্ববোধমূলক কর্মকাণ্ড (সিএসআর)এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এই অঞ্চলে হাজার হাজার উদ্যোক্তাদের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে এনইডিএফআই পরিবারের অঙ্গ হয়ে উঠেছে।
উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র কারিগরদের উন্নয়নের লক্ষ্যে অত্মনির্ভর হস্তশিল্পকার প্রকল্প চালু করা হয়েছে। মূলত এই অঞ্চলের তৃণমূলস্তরের কারিগরদের জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মোট ১৭ জন কারিগরকে মাথাপিছু ন্যূনতম সুদের হারে ১ লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। আগ্রহী শিল্পীরা গুয়াহাটির এনইডিএফআই-এর বিধিবদ্ধ কার্যালয় এবং যে কোনো শাখা কার্যালয়ে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানতে
www.nedfi.com -এই ওয়েবসাইটটি দেখতে পারেন।
CG/SS/SKD/
(Release ID: 1780229)
Visitor Counter : 177