জলশক্তি মন্ত্রক

জল জীবন মিশন প্রকল্পে মনিপুরের জন্য কেন্দ্র ১২০ কোটি টাকা অনুমোদন দিয়েছে

২০২২ সালের মধ্যে 'হর ঘর জল' রাজ্য হিসেবে মনিপুরকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে

Posted On: 08 DEC 2021 12:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সারা দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে নল বাহিত পানীয় জল সরবরাহ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এজন্য ২০১৯-এর আগস্ট মাস থেকে রাজ্যগুলির সহযোগিতায় এবং অংশীদারিত্বে জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। মণিপুর রাজ্যে এই প্রকল্প রূপায়নের জন্য কেন্দ্রীয় সরকার ১২০ কোটি টাকার অনুমোদন দিয়েছে ‌ কেন্দ্রীয় তহবিল থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য এই রাজ্যকে ৪৮১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় চার গুণ বেশি।

কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে মনিপুর রাজ্যের প্রতিটি পরিবারে নল বাহিত পানীয় জল সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে। এ পর্যন্ত, ৪.৫১ লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে ২.৬৭ লক্ষ পরিবারে ইতিমধ্যেই নলবাইদ ও পানীয় জলের সংযোগ রয়েছে। জল জীবন মিশন প্রকল্প ঘোষণার পর থেকে ওই রাজ্যে ২.৪১ লক্ষ পরিবারকে পানীয় জল সরবরাহ করা হয়েছে। মণিপুরে ২০২১-২২ অর্থবছরে আরও ২.২৬ লক্ষ গ্রামীণ পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' এই কর্মসূচী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। এ পর্যন্ত দেশে ৮৩ টি জেলার ১.২৭ লক্ষেরও বেশী গ্রামে নলবারী তো পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1779565) Visitor Counter : 91