প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্যানেক্স-২১ –এর প্রস্তুতি পর্ব

Posted On: 07 DEC 2021 12:40PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ০৭ ডিসেম্বর, ২০২১
 
বিমসটেক সদস্যভুক্ত দেশগুলিতে মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্যানেক্স-২১ আয়োজন করা হয়েছে। আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পুনেতে এই সেনা মহড়ার পরিকল্পনা করা হয়েছে। এই মহড়ায় ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকে একাধিক বিশেষজ্ঞ এবং প্রতিনিধিরা উপস্থিত হবেন। এরই অঙ্গ হিসেবে আজ নতুন দিল্লির ডিআরডিও ভবনের কোঠারি প্রেক্ষাগৃহে এক প্রস্তুতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান এবং বিমসটেক সদস্যভুক্ত দেশগুলির হাই কমিশনার ও রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী ভাষণে সেনাপ্রধান এম এম নারাভানে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্য দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানান। ভবিষ্যতে মহামারীর মতো দুর্যোগ মোকাবিলায় আন্তঃদেশীয় সমন্বয়সাধনের প্রক্রিয়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বিমসটেক সদস্যভুক্ত দেশগুলির নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, আইনী পরিকাঠামো তৈরি এবং তথ্য আদান-প্রদান ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।  
 
অনুষ্ঠানে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট ‘প্রতিবেশী প্রথম’ নীতির অঙ্গ হিসেবে বিমসটেক সদস্যভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরেন। অতীতে বিমসটেক সদস্যভুক্ত দেশগুলির মধ্যে বিপর্যয় মোকাবিলার ওপর আয়োজিত মহড়ার সাফল্যের কথাও জানান তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, মহামারীর প্রেক্ষাপটে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা কোনো একটি দেশের একক সংস্থার দ্বারা কখনই সম্ভব নয়। তাই বিমসটেক সদস্যভুক্ত দেশগুলিকে একত্রিত হওয়ার পরামর্শ দেন তিনি। মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠে যৌথ কৌশল গ্রহণ এবং সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন শ্রী ভাট। তিনি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য একটি বিমসটেক পরিকাঠামো গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় যৌথ ব্যবস্থাপনার জন্য সদস্যভুক্ত দেশগুলির সংস্থানগুলিকে একত্রিত করে তোলা প্রয়োজন বলেও মন্তব্য করেন। উল্লেখ্য, আসন্ন প্যানেক্স-২১ উপলক্ষে একটি পোস্টারের উন্মোচন করেন শ্রী অজয় ভাট।
 
CG/SS/SKD/

(Release ID: 1779066) Visitor Counter : 234