বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং বলেছেন, ভারতের উপকূল এবং সমুদ্র উৎস থেকে পাওয়া খনিজ গুলি দেশে ভবিষ্যতের অর্থনীতির চাবিকাঠি হবে

Posted On: 05 DEC 2021 5:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন ভারতের উপকূলীয় এবং সমুদ্র উৎস থেকে পাওয়া সামুদ্রিক খনিজ দেশে ভবিষ্যতের অর্থনীতির চাবিকাঠি হবে। এছাড়াও তিনি বলেন, নিকেল এবং কোবাল্ট এর মতো ধাতু গুলি জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভুবনেশ্বরে আজ ইনস্টিটিউট অফ মিনারেল অ্যান্ড মেটেরিয়ালস টেকনোলজি, আইএমএমটি'র নতুন ভবনের উদ্বোধন করে ডক্টর সিং বিজ্ঞানী এবং ছাত্রদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণায় ভারত প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে। 'গভীর মহাসাগর মিশন' বা নীল অর্থনীতি নতুন দিগন্তের সূচনা করেছে।
তিনি বলেন, আইএমএমটি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গভীর সমুদ্রের কিছু খনিজ সম্পদের কার্যকর খনন এবং গ্যাস হাইড্রেট সম্পদের শোষনের জন্য উপযুক্ত প্রযুক্তির উন্নয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, এ কথা স্মরণ করা যেতে পারে যে এই বছরের অক্টোবরে পলি মেটালিক ম্যাঙ্গানিজ নোডিউলস, গ্যাস হাইড্রেটস, হাইড্রো থার্মাল সালফাইডস এবং কোবাল্ট রাষ্ট্রের মত আজীবন সম্পদের গভীর সমুদ্র অনুসন্ধান চালানোর জন্য চেন্নাইতে ভারতের প্রথম মানবাধিকার মিশন সমুদ্র চালু করা হয়েছে। এটি ১ থেকে ৫৫০০ মিটার গভীরতায় অবস্থিত।
 
CG/ SB


(Release ID: 1778657) Visitor Counter : 131