প্রতিরক্ষামন্ত্রক

২২ কিলার স্কোয়াড্রনকে প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড সম্মাননা

Posted On: 05 DEC 2021 3:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর২০২১

 

রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ ৮ই ডিসেম্বর মুম্বাই-এ নৌসেনার ডকইয়ার্ডে ২২ ক্ষেপণাস্ত্র ভেসেল স্কোয়াড্রনকে প্রেসিডেন্টস্ স্ট্যান্ডার্ডে সম্মানিত করবেন। এই উপলক্ষে ডাকবিভাগ একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, নৌ-সেনা প্রধান সহ সামরিক বাহিনীর প্রতিনিধি বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। প্রেসিডেন্টস্ স্ট্যান্ডার্ড জাতিকে পরিষেবা দেওয়ার সর্বোচ্চ স্বীকৃতি। ১৯৫১ সালের ২৭শে মে তদানিন্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ নৌ-বাহিনীকে প্রেসিডেন্টস্ কালারে সম্মানিত করেছিলেন। প্রেসিডেন্টস্ কালার এবং প্রেসিডেন্টস্ স্ট্যান্ডার্ডের মান সমান। প্রেসিডেন্টস্ স্ট্যান্ডার্ড ছোট সামরিক ইউনিটগুলিকে দেওয়া হয়।

২২ ক্ষেপণাস্ত্র ভেসল স্কোয়াড্রন ১৯৯১ সালের অক্টোবর মাসে মুম্বাইয়ে গঠিত হয়। এই স্কোয়াড্রনে ১০টি বীর ৩টি প্রবাল ক্ষেপণাস্ত্র বহনক্ষম জাহাজ  রয়েছে। ১৯৬৯ সালে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভারতীয় নৌ-বাহিনীকে শক্তিশালী করার জন্য ওএফএ প্রথম শ্রেণীর ক্ষেপণাস্ত্রের জাহাজ সরবরাহ করেছিল। সেই সময় যে স্কোয়াড্রন গঠিত হয়,  তারই উত্তরসূরী আজকের ২২ ক্ষেপণাস্ত্র ভেসল স্কোয়াড্রন। ১৯৬৯ সালের সেই স্কোয়াড্রন ৭১-এর ভারত-পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪ঠা-৫ই ডিসেম্বরের মধ্যরাতে ভারতীয় নৌ-বাহিনীর তরুণতম সদস্য পাক নৌ-বাহিনীর উপর আঘাত হানার সময় মৃত্যুবরণ করেন। ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ নির্ঘাত, নিপাত এবং বীর পাকিস্তানী নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ  খাইবার এবং মুহাফিজের উপর আক্রমণ চালায় এবং ২টি জাহাজকে ধ্বংস করে দেয়। নৌ-বাহিনীর ইতিহাসে এটি সবচেয়ে সফল অভিযান বলে মনে করা হয়। এই বাহিনীর আরেকটি উল্লেখযোগ্য অভিযান -৯ই ডিসেম্বরের মাঝরাতে করা হয়েছিল। আইএনএফ বিনাশ আরও ২টি রণতরীর সঙ্গে পাকিস্তানী নৌ-বাহিনীর ট্যাঙ্কার ঢাকার উপর ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে। এর ফলে, করাচিতে কিমারী তৈল সঞ্চয় কেন্দ্রে বিপুল ক্ষতি হয়। এইসব সফল অভিযানের কারণে ২২ স্কোয়াড্রনকে আক্রমণাত্মক বলে অভিহিত করা হয় এবং ভারতীয় নৌ-বাহিনী ৪ঠা ডিসেম্বর নৌ-বাহিনী দিবস উদযাপন করে।  

২০২১ সালে ভারত-পাক যুদ্ধে ভারতের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। সর্নিম বিজয়বর্ষ উপলক্ষে আক্রমণাত্মক এই স্কোয়াড্রনের বিভিন্ন অভিযানের স্বীকৃতি হিসাবে প্রেসিডেন্টস্ স্ট্যান্ডার্ডে বাহিনীকে সম্মানিত করা হবে। এর আগেই এই স্কোয়াড্রন ১টি মহাবীর চক্র, ৭টি বীর চক্র এবং ৮টি নৌ-সেনা মেডেল (মরণোত্তর) সম্মানে ভূষিত হয়েছে।

 

CG/CB/SB



(Release ID: 1778328) Visitor Counter : 158