প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনাবাহিনীর কন্টিনজেন্ট ভারত-মালদ্বীপ যৌথ প্রশিক্ষণ মূলক অনুশীলন 'এক্স একুভেরিন'- এর ১১-তম সংস্করনে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছে

Posted On: 05 DEC 2021 9:14AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২১
 
ভারত ও মালদ্বীপের মধ্যে যৌথ অনুশীলন একুভেরিন- এর ১১-তম সংস্করণ আগামী ৬ থেকে ১৯ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত মালদ্বীপের কাদ্ধু দ্বীপে অনুষ্ঠিত হবে।
 
এই যৌথ অনুশীলন স্থল এবং সমুদ্র উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে মোকাবিলা করার ক্ষেত্রে প্রয়োজনীয় কী ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে মহড়া দেওয়া হবে। উভয় দেশের সশস্ত্র বাহিনী নিজেদের মধ্যে পারস্পরিক সমন্বয় করে এই সামরিক অনুশীলন চালাবে। এর পাশাপাশি তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে।
 
কঠোর প্রশিক্ষণ এবং অনুশীলনের পাশাপাশি এই যৌথ সামরিক মহড়ায় প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা গতিশীলতার বৃদ্ধির পাশাপাশি ভারত ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এই মহড়া অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
 
 
CG/ SB


(Release ID: 1778280) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu