তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে নিউজ অন এআইআর রেডিও লাইভ স্ট্রিমিং-এর ক্রমতালিকা

উত্তরপ্রদেশে নিউজ অন এআইআর-এর ১০ লক্ষের বেশি শ্রোতা বিভিন্ন শহরে রয়েছেন

Posted On: 03 DEC 2021 3:42PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩  ডিসেম্বর, ২০২১

        বিভিন্ন বেতার অনুষ্ঠানের  সঠিক শ্রোতার পরিমাণ জানতে প্রসার ভারতী শ্রোতা গবেষণা বিভাগ উদ্যোগ নিয়েছে। আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে অনুষ্ঠান শোনার ক্ষেত্রে মুম্বাই, পুনে এবং ব্যাঙ্গালোরে বিশেষ জনপ্রিয়তা দেখা যাচ্ছে। এই তিনটি শহরে ১০ লক্ষের বেশি মানুষ আকাশবাণীর অনুষ্ঠান নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে শোনেন। ইন্দোর শহরেও প্রায় ১০ লক্ষ মানুষ নিউজ অন এআইআর অ্যাপ ব্যবহার করেন। পাটনা, লক্ষ্ণৌ, হায়দ্রাবাদ এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীতে এই সংখ্যা ৭ লক্ষ ৫০ হাজারের কাছাকাছি। উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ, আগ্রা এবং মিরাটেও প্রায় ১০ লক্ষ মানুষ নিউজ অন এআইআর অ্যাপ ব্যবহার করে রেডিও শোনেন।   

       ক্রমতালিকার বিচারে পুনে প্রথম, বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম ১০এ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লী, হায়দ্রাবাদ, মুম্বাই এবং লক্ষ্ণৌ স্থান করে নিয়েছে।

       আকাশবাণীর জনপ্রিয় অনুষ্ঠানগুলির মধ্যে বিবিধ ভারতী ন্যাশনাল, অস্মিতা মুম্বাই, আকাশবাণী মালয়ালম, রেনবো কন্নড় কমনবিলু এবং আকাশবাণী নিউজ ২৪X৭ প্রথম ১০এ স্থান করে নিয়েছে। আকাশবাণী রাগম, এফএম রেনবো লক্ষ্ণৌ, আকাশবাণী লক্ষ্ণৌ, বারাণসী, আগ্রা, গোরক্ষপুর এবং পাটনা কেন্দ্রের অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়।   

       আকাশবাণীর ২৪০টিরও বেশি বিভাগের অনুষ্ঠান বর্তমানে প্রসার ভারতীর সরকারি অ্যাপ নিউজ অন এআইআর-এ শোনা যাচ্ছে। ভারতের বাইরে ৮৫টির বেশি দেশে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে অনুষ্ঠান শোনার প্রবণতা বাড়ছে। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর সময়কালে দেশের কোন শহরে আকাশবাণীর কোন অনুষ্ঠান জনপ্রিয় তা জানতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1777651

 

CG/CB/NS


(Release ID: 1777932) Visitor Counter : 156