শিল্পওবাণিজ্যমন্ত্রক

কয়লা পরিবহণের ব্যয় কমানোর জন্য পিএম গতিশক্তির উদ্যোগ

Posted On: 03 DEC 2021 1:01PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩  ডিসেম্বর, ২০২১
 
নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের পৌরোহিত্যে ২০২৫-২৬ সালের মধ্যে ১০০ কোটি টন কয়লা উৎপাদনের বিষয়ে কোল ইন্ডিয়া লিমিটেড একটি বৈঠকের আয়োজন করে। ভারতে কয়লাই জ্বালানীর প্রধান উৎস। দেশজুড়ে বিভিন্ন সামগ্রীর মধ্যে সবথেকে বেশি কয়লা পরিবহণ করা  হয়ে থাকে। তাই দেশের অর্থনীতির উন্নয়নে কয়লার উত্তোলন, সরবরাহ এবং কয়লার ব্যবহার  খুব গুরুত্বপূর্ণ।  
শিল্প ও বাণিজ্য মন্ত্রক কয়লা পরিবহণের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। রেল, সড়ক পরিবহণ ও মহাসড়ক এবং বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক কয়লা পরিবহণের কাজে যুক্ত। দেশে কয়লার উৎপাদন বাড়িয়ে তা যথাযথ পরিবহণের জন্য পিএম গতিশক্তি একটি সুসংহত ব্যবস্থাপনা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। একাজে পরিকাঠামোগত মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলা হচ্ছে।  
বৈঠকে রেল পরিবহণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশে কয়লা পরিবহণে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০৩০ সালের মধ্যে রেলের মাধ্যমে কয়লা পরিবহণের পরিমাণ ৬৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭৫ শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে। ছত্তিশগড় ও ওড়িশায় কয়লার পরিবহণ বাড়াতে গতিশক্তি নীতির সঙ্গে সাযুজ্য রেখে ১৪টি রেল পরিকাঠামো প্রকল্প নির্মাণের কাজ চলছে। ভারতীয় রেলের বর্তমান বহন ক্ষমতা অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত রেলের মাধ্যমে কয়লা পরিবহণে কোনো সমস্যা হবেনা। বেসরকারী সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে উৎসাহিত করার জন্য রেল বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বেসরকারী সংস্থাগুলিকে পণ্য পরিবহণের রেলের টার্মিনাল ব্যবহারের জন্য এখন ১ কোটি টাকার পরিবর্তে ১০ লক্ষ টাকা ব্যয় করলেই হবে।    
পণ্য পরিবহণকারী ট্রেনের সম্পর্কে সর্বশেষ তথ্য জানার জন্য রেল ফ্রেইট অপারেশন্স ইনফরমেশন সিস্টেম গড়ে তুলেছে। যেসমস্ত উপভোক্তা রেলের মাধ্যমে পণ্য পরিবহণ করবেন তাদের জন্য সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস একটি বিশেষ ব্যবস্থাপনা গড়ে তুলেছে।  
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক সরকারি সংস্থা, বন্দর এবং ব্যবসায়ীদের মধ্যে তথ্যের আদান-প্রদানের জন্য পোর্ট কমিউনিটি সিস্টেম গড়ে তুলেছে। ডিজিটাল পদ্ধতিতে কয়লা রপ্তানীর জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও পিএম গতিশক্তি সড়ক উন্নয়নের জন্য নানা পরিকল্পনা করেছে। কয়লা মন্ত্রক এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক কয়লা খনি অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে। এর ফলে কয়লা উত্তোলন করে পণ্য পরিবহণের কাজে গতি আসবে।  
 
 
CG/CB/NS


(Release ID: 1777799) Visitor Counter : 199