ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

এমএসএমই- দের জন্য নতুন যোগ্যতার মাপকাঠি

Posted On: 02 DEC 2021 2:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ ডিসেম্বর, ২০২১
 
ভারত সরকারের বিজ্ঞাপিত নম্বর এসও-২১১৯, তারিখ- ২৬-০৬-২০২০ অনুযায়ী ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ গুলির ক্ষেত্রে অনলাইন, পেপারলেস এবং স্বঘোষণা অনুযায়ী টার্নওভারের বিনিয়োগের ওপর ভিত্তি করে শ্রেণীবিভাগের মানদন্ড বিজ্ঞাপিত করা হয়েছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনের ক্ষেত্রে নিবন্ধীকরণের জন্য কোনরকম প্রমানপত্র আপলোড করতে হবে না। নিবন্ধীকরণের জন্য কেবলমাত্র আধার ও প্যান কার্ড প্রয়োজন। প্যান এবং জিএসটি সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবেই সরকারের ডাটাবেসে নেওয়া হবে।
 
পণ্য রপ্তানির ক্ষেত্রে টার্নওভার অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগের যে কোন  শ্রেণীর জন্য টার্নওভার তার সীমার মধ্যে গণনা করা হয় না। নতুন এই মানদণ্ড ০১ জুলাই ২০২০ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলোতে প্রযোজ্য হয়েছে।
 
এইসব শিল্প সংস্থা গুলির প্রচার এবং উন্নয়ন একটি রাষ্ট্রীয় বিষয়। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প, কর্মসূচি এবং নীতি প্রণয়নের মাধ্যমে দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা গুলির প্রতিযোগিতামূলক উন্নয়ন এবং সমভাবে টায়ার- টু এবং টায়ার-থ্রি শহর গুলির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নারায়ণ রানে এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB


(Release ID: 1777467) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Tamil , Telugu