কেন্দ্রীয়মন্ত্রিসভারসচিবালয়
azadi ka amrit mahotsav

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে ক্যাবিনেট সচিব জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কমিটি (এনসিএমসি)-এর পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 01 DEC 2021 9:58PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০১ ডিসেম্বর, ২০২১

ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবার পৌরোহিত্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কমিটি (এনসিএমসি) বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রক/ সংস্থা এবং রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক কমিটিকে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী তেসরা ডিসেম্বরের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড় চৌঠা ডিসেম্বর সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে। এর জেরে এই দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং সমুদ্রে বড় ঢেউ সহ প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, বিজয়নগরম এবং ওড়িশার উপকূলীয় জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে যাতে পরিকাঠামো ক্ষেত্রে ন্যূনতম ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি রোখা যায়, তা সুনিশ্চিত করার জন্য অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্যসচিব, অন্যান্য শীর্ষ আধিকারিকদের যথাযথ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চল থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

এই রাজ্যগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩২টি দল মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত দল প্রস্তুত রাখা হচ্ছে। এমনকি প্রয়োজনে নৌ ও বিমান সহ সেনা এবং নৌ বাহিনীর একটি ত্রাণ ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে প্রস্তুতিমূলক ব্যবস্থা পর্যালোচনা করে প্রাণহানি এড়ানো, সম্পত্তি, পরিকাঠামো এবং ফসলের ক্ষয়ক্ষতি কম করার জন্য ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার আগে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে সমস্ত প্রতিরোধ, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিতে বলেছেন। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ এবং সমুদ্রে থাকা সমস্ত জাহাজকে অবিলম্বে পাড়ে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে যথাযথ ব্যবস্থাগ্রহণ করতেও বলেছেন ক্যাবিনেট সচিব। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এমন অঞ্চল থেকে সাধারণ মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্যও বলেছেন তিনি। শ্রী গৌবা রাজ্য সরকারগুলিকে আশ্বস্ত করেছে যে, সমস্ত কেন্দ্রীয় সংস্থা সবসময় সহায়তার জন্য প্রস্তুত থাকবে।

এদিনের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক, বন্দর ও জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক, মৎস্য দপ্তর, টেলি যোগাযোগ দপ্তরের সচিব এবং বিদ্যুৎ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের শীর্ষ আধিকারিক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

CG/SS/SKD/


(Release ID: 1777180) Visitor Counter : 283