আয়ুষ
azadi ka amrit mahotsav

ইউনানী ও সিদ্ধা ওষুধকে জনপ্রিয় করার জন্য উদ্যোগ

प्रविष्टि तिथि: 30 NOV 2021 3:49PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০  নভেম্বর, ২০২১

 

        ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইউনানী মেডিসিন (এনআইইউএম) এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ সিদ্ধা (এনআইএস) আয়ুষ মন্ত্রকের স্বায়ত্ত্বশাসিত সংস্থা। এই দুটি সংস্থা সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নত শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানী মেডিসিন (সিসিআরইউএম) ইউনানী ওষুধের গবেষণা এবং তার প্রচারের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে। সিদ্ধা চিকিৎসা ব্যবস্থার গবেষণা ও ওষুধকে জনপ্রিয় করার জন্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন সিদ্ধা নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইউনানী, সিদ্ধা এবং সোওয়া রিগপা পর্ষদ সহ ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন ২০২০র এনসিআইএসএম আইন অনুযায়ী পরিচালনা করা হয়।

        মন্ত্রক কোভিড-১৯ নিয়ে গবেষণার জন্য ইউনানী ও সিদ্ধা সহ আয়ুষ চিকিৎসা ব্যবস্থায় নানা উদ্যোগ নিয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, কোয়ারানটাইনে থাকা লক্ষণযুক্ত এবং লক্ষণহীন কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য মন্ত্রক বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। এ পর্যন্ত সিদ্ধা চিকিৎসা ব্যবস্থায় ১৩টি এবং ইউনানী   চিকিৎসা ব্যবস্থায় ৮টি গবেষণা করা হয়েছে। আন্তর্জাতিক গুণমান সম্পন্ন প্রশিক্ষণ এবং নানা অসুখের জন্য চিকিৎসার শ্রেণীবিভাগ নিশ্চিত করতে আয়ুষ মন্ত্রক বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ইউনানী ও সিদ্ধা ওষুধ নিয়ে কাজ করার জন্য মন্ত্রক চুক্তিবদ্ধ হয়েছে।  

        ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইউনানী মেডিসিনের একটি শাখা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গড়ে তোলা হয়েছে। ইউনানী ব্যবস্থায় শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও চিকিৎসা এখান থেকে দেওয়া হয়।

        রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল।  

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1776762) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu