আয়ুষ
ডায়েবেটিক্স প্রতিরোধী আর্য়ুবেদ ওষুধ বিজিআর-৩৪
प्रविष्टि तिथि:
30 NOV 2021 3:49PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩০ নভেম্বর, ২০২১
বিজিআর-৩৪ ওষুধটি ২০১৫ সাল থেকে রোগীরা ব্যবহার করতে পারছেন। ন্যাশনাল বোটানিকাল রিসার্চ ইন্সটিটিউট এবং কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের শাখা সংগঠন সেন্ট্রাল ইন্সটিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোম্যাটিক প্ল্যান্টের গবেষকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এই ওষুধটি উদ্ভাবন করেছেন।
রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, সিজিএইচএস, পুরসভা, ইএসআই, নতুন দিল্লী মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতো বিভিন্ন সংস্থার হাসপাতাল ও ডাক্তারখানায় বিজিআর ৩৪ আর্য়ুবেদিক ওষুধ পাওয়া যায়। এই ওষুধ টেন্ডারের মাধ্যমে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে সাধারণ পরিচালন বিধি মেনে ওষুধ সংগ্রহ করা হয়।
নিউদিল্লী মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লী তাদের অঞ্চলের বাসিন্দাদের ব্যবহারের জন্য এই ওষুধ পুরসভার চিকিৎসা কেন্দ্রগুলিতে রেখেছে। ইএসআই হেল্থ কার্ড থাকলে সুবিধাভোগীরা ইএসআই হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র থেকে এই ওষুধ পাবেন। সিজিএইচএস ব্যবস্থায় সুবিধাভোগীরা স্থানীয় ওষুধের দোকান থেকে এই ওষুধ সংগ্রহ করতে পারবেন।
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র ও জেলা হাসপাতালে যাতে আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা করা যায় কেন্দ্র তার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। আয়ুষ চিকিৎসক এবং প্যারামেডিকেল কর্মীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সাহায্যে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে যোগদানের সুযোগ পান। কেন্দ্রের জাতীয় আয়ুষ মিশন প্রকল্পের আওতায় আয়ুষ চিকিৎসা ব্যবস্থাকে নানা ধরণের সাহায্য করা হয়।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1776760)
आगंतुक पटल : 169