প্রতিরক্ষামন্ত্রক
ইন্ডিয়া@75 বিআরও মোটরসাইকেল অভিযান ১০ হাজার কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করেছে
Posted On:
28 NOV 2021 9:23AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ নভেম্বর, ২০২১
ইন্ডিয়া@75 উপলক্ষ্যে সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) মোটরসাইকেল অভিযান চতুর্থ পর্যায়ে ১২ দিনে ৬টি রাজ্য দিয়ে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ সাফল্যের সঙ্গে অতিক্রম করে গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। যাত্রাপথে মোটরসাইকেল অভিযাত্রী দলের সদস্যরা জোড়হাট, ডিমাপুর, ইম্ফল, শিলচর, আইজল, শিলং, আলিপুরদুয়ার ও মালদা শহর ছুঁয়ে অবশেষে কলকাতায় পৌঁছায়।
উল্লেখ করা যেতে পারে শ্রী রাজনাথ সিং গত ১৪ অক্টোবর নতুন দিল্লী থেকে এই মোটরসাইকেল অভিযাত্রী দলের যাত্রা সূচনা করেন। যাত্রা সূচনার পর অভিযাত্রী দলটি প্রথম পর্যায়ে হিমাচল, লেহ ও লাদাখ, জম্মু ও কাশ্মীরে যায়। দ্বিতীয় পর্যায়ে পাঞ্চাবের সমতলভূমি হয়ে মোটরসাইকেল অভিযান উত্তরাখন্ডের পার্বত্য এলাকায় প্রবেশ করে এবং সেখান থেকে উত্তরপ্রদেশের গাঙ্গেয় সমভূমি, বিহার হয়ে শিলিগুড়ি এসে পৌঁছায়। তৃতীয় পর্যায়ে শিলিগুলি থেকে দলটি কালিম্পঙ, গ্যাংটক, নাথুলা হয়ে গুয়াহাটি, তেজপুর, ইটানগর, পাশিঘাট অতিক্রম করে আসামের দুমদুমায় পৌঁছায়। চতুর্থ পর্যায়ে দুমদুমা থেকে যাত্রা শুরু করে অবশেষে দলটি কলকাতায় এসে পৌঁছেছে। দীর্ঘ এই যাত্রাপথে অভিযাত্রী দলের সদস্যরা বিদ্যালয় ও কলেজ পড়ুয়া, এনসিসি ক্যাডেট ও সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় অভিযাত্রী দলের সদস্যরা দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা স্মরণ করিয়ে দেন। সড়ক সুরক্ষা গড়ে তোলা নিয়েও সাধারণ মানুষকে সচেতন করে তোলা হয়।
সীমান্ত সড়ক সংস্থার এই মোটরসাইকেল অভিযাত্রী দলটি এখনও পর্যন্ত ১০ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে সমগ্র যাত্রাপথের অর্ধেক পার করেছে। দেশের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারীতে গিয়ে এই মোটরসাইকেল দলের অভিযান শেষ হবে।
CG/BD/NS
(Release ID: 1775858)
Visitor Counter : 149