বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
ইন্টারনেট প্রশাসনের বিষয়ে আইআইজিএফ – এর পরিকল্পনা গ্রহণের উদ্যোগে প্রধানমন্ত্রীর অভিনন্দন
Posted On:
27 NOV 2021 4:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে নানা ধরনের কাজের সুবিধার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেন। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর এই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ডিজিটাল ইন্ডিয়া মিশনের আওতায় ইন্টারনেট পরিষেবাকে মুক্ত, সুরক্ষিত ও দায়বদ্ধ করে তোলার প্রয়োজন রয়েছে। ইন্ডিয়া ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (আইআইজিএফ) – এর সমাপ্তি অধিবেশনে মন্ত্রী বলেন, ভারতে ৮০ কোটি মানুষ ইন্টারনেট পরিষেবার সুবিধা পাচ্ছেন। দেশে বিশ্বের বৃহত্তম গ্রামীণ ব্রডব্যান্ড পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। খুব শীঘ্রই ১০০ কোটি ভারতবাসী ইন্টারনেট পরিষেবার আওতায় আসবেন। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সঙ্গে ইন্টারনেট প্রশাসন নিয়ে তিন দিনব্যাপী ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী ২০১৫ সালে তিনটি উদ্দেশ্য নিয়ে ডিজিটাল ইন্ডিয়া মিশনের সূচনা করেন। এগুলি হ’ল – ভারতীয়দের জীবনযাত্রার পরিবর্তন, ডিজিটাল উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ইন্টারনেট পরিষেবার মাধ্যমে কিছু কিছু প্রযুক্তির ক্ষেত্রে কৌশলগত দক্ষতা বৃদ্ধি।
তিন দিনের সম্মেলনে ইন্টারনেট প্রশাসনের ক্ষেত্রে ডিজিটাইজেশনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। ভারত এবং ইন্টারনেট – ভারতের ডিজিটাল যাত্রা ও তার আন্তর্জাতিক স্তরে ভূমিকা, সমস্ত ভারতীয়র মধ্যে যোগাযোগ গড়ে তোলা এবং সুরক্ষিত ভবিষ্যতের জন্য ইন্টারনেট – এই তিনটি বিষয়ের ওপর সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে। ডিজিটাইজেশন নিয়ে পরিকল্পনা, তার সম্ভাবনাকে কাজে লাগানো এবং ডিজিটাইজেশনের ফলে উদ্ভূত সমস্যা সমাধানে কি কি করা উচিৎ তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন নীতি নিয়ে এখানে বিশেষজ্ঞরা মতবিনিময় করেছেন।
CG/CB/SB
(Release ID: 1775700)