প্রতিরক্ষামন্ত্রক

ভারত- ফ্রান্স যৌথ সামরিক মহড়া "এক্স শক্তি-২০২১"- এর ষষ্ঠতম সংস্করণ ফ্রান্সে শেষ হয়েছে

Posted On: 26 NOV 2021 1:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ নভেম্বর, ২০২১
 
ভারত ও ফ্রান্সের মধ্যে যৌথ সামরিক মহড়ার ষষ্ঠ সংস্করণ "এক্স শক্তি-২০২১" গত ২৫ নভেম্বর শেষ হয়েছে। বারো দিনের এই সামরিক মহড়া গত ১৫ নভেম্বর ফ্রান্সের ড্রাগউয়িগনানের মিলিটারি স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল। এই সামরিক মহড়ায় ভারতের পক্ষে গোর্খা রাইফেলসের একটি ব্যাটেলিয়নের জুনিয়র কমিশন্ড অফিসার এবং ৩৭ জন সৈন্য ও প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত হয়েছিলেন।
 
এই যৌথ মহড়াটির উদ্দেশ্য ছিল, দু'দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা। এর পাশাপাশি, রাষ্ট্রসঙ্ঘের নির্দেশ অনুযায়ী সন্ত্রাসবাদ বিরোধী পরিবেশে প্রয়োজনীয় যৌথ অভিযান পরিচালনার ক্ষেত্রে অনুশীলনের ব্যবস্থা করা।
 
এই মহড়ার মধ্যে ছিল ফায়ারিং ড্রিল ও ব্যাটল হার্নিঙ ওয়ার্ক সেশন। মহড়াটি দুটি পর্যায়ে পরিচালিত হয়েছিল, একেকটি পর্যায়ে ৩৬ ঘন্টার কঠোর অনুশীলন হয়েছে।
 
যৌথ প্রশিক্ষণ ছাড়াও মহড়ায় অংশ গ্রহণকারী দলটি ম্যাজারগুয়েজ ওয়ার সিমেট্রি পরিদর্শনে গিয়েছিল। যেখানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ১ হাজার ২ জন ভারতীয় সৈনিককে দাহ করা হয়েছিল। ভারতীয় এবং ফরাসি দলগুলি একসঙ্গে গার্ড অব অনার দেয়। বীর যোদ্ধাদের বীরত্বের স্মরণে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
 
এই যৌথ মহড়ায় যুদ্ধের কন্ডিশনিং এবং কাউন্টার টেরোরিজম অপারেশনের কৌশলগত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছিল। উভয় কন্টিনজেন্ট তাদের সেরা অপারেশনাল অনুশীলন এবং অভিজ্ঞতার বিনিময় করেছে। উভয় দেশের সেনাবাহিনীর জওয়ানরা কেবল কৌশলগত অনুশীলনে জড়িত না থেকে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিচয় ঘটিয়েছে।
 
দু'দেশের সামরিক বাহিনী এই মহড়ার ফলাফলের ব্যাপারে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে। এই যৌথ মহড়া সন্ত্রাসমুক্ত বিশ্ব গড়ে তুলতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে প্রমাণিত হয়েছে। এই মহড়া অবশ্যই উভয় দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে আরও একটি মাত্রা যোগ করেছে।
 
 
CG/ SB


(Release ID: 1775605) Visitor Counter : 503