স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১১৮ কোটি ৪৪ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৬ লক্ষ ৫৮ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৮৩

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৮১

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৯৩ শতাংশ, যা গত ৬১ দিন ২ শতাংশের নীচে

Posted On: 24 NOV 2021 9:25AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭৬ লক্ষ ৫৮ হাজার ২০৩। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১১৮ কোটি ৪৪ লক্ষ ২৩ হাজার ৫৭৩।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৮২,৭২৫

 

৯৪,২৬,৫১২

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৭৬,৮৩৩

 

,৬৩,৬০,৫৯৭

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৪৪,৬৬,৩৭,৫৫২

 

১৯,৮৯,৪৮,৮৪১

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৮,১৭,৬৪,০৫২

 

১১,৩৩,০২,৯৩৪

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১১,৩৮,৩১,৭৭৮

 

,৫৩,৯১,৭৪৯

 

মোট

 

,১৮,৪৪,২৩,৫৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৪৯ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৬৯৮।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৩ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১৫০ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ১১ হাজার ৪৮১ হয়েছে, যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৩২ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৫৭ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৩ কোটি ৪৭ লক্ষ ৭৪ হাজার ২২৫।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৯৩ শতাংশ, যা গত ৬১ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮০ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৫১ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৮৬ দিন ৩ শতাংশের নীচে।


CG/BD/SB



(Release ID: 1774667) Visitor Counter : 112