তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা চলচ্চিত্র বিভাগে এই প্রথম অভিনেতা ও পরিচালক আইমি বড়ুয়ার ডিমাসা ভাষায় চলচ্চিত্র ‘সেমখোর’ উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে

Posted On: 21 NOV 2021 9:58PM by PIB Kolkata

মুম্বাই, পানাজি  ২১ নভেম্বর, ২০২১

 

প্রখ্যাত অসমিয়া অভিনেতা আইমি বড়ুয়া পরিচালিত ‘সেমখোর’ চলচ্চিত্রটি এবারের গোয়ায় অনুষ্ঠিত ৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে। সাংবাদিক বৈঠকে এই চলচ্চিত্রের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেতা, পরিচালক আইমি বড়ুয়া। তিনি সামসা সম্প্রদায়ের জীবনকে এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। এই সম্প্রদায়ের মানুষের রীতিনীতি, আচার অনুষ্ঠান চলচ্চিত্রে ধরা পড়েছে। প্রাচীন বিশ্বাসের কারণে তারা বাইরের জগৎ থেকে নির্জন জীবনযাপন করতে ভালোবাসেন। পার্থিব চাহিদা ও ভোগ বিলাসের কোনোটি তাদের কাছে নেই বা তারা চায়না। তারা তাদের নিজস্বতেই সন্তুষ্ট। তাই সেমখোরের মানুষ – আদি অকৃত্তিম বলে জানিয়েছেন তিনি। 

অভিনেতা, পরিচালক আইমি বড়ুয়া নিজেই এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন এবং নিজেই অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে সেমখোরের মানুষদের অভ্যাস, রীতিনীতিকে দেখানো হয়েছে। ডিমাসা ভাষায় এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। আসাম ও নাগাল্যান্ডের কিছু অংশের মানুষ এখন ভাষায় কথা বলে থাকেন। সাংবাদিক বৈঠকে তিনি জানান, একদিন সংবাদপত্রে সেমখোরের একটি ছোট্ট খবর তার নজর কেড়েছিল। এই খবর তাকে গভীরভাবে স্পর্শ করে যায়। সেই সম্প্রদায় সম্পর্কে আরও চিন্তাভাবনা শুরু করেন তিনি। সেখান থেকেই এই চলচ্চিত্র নির্মাণ। তিনি আরও জানান, ২০১৭ সালে প্রথম সেমখোরের মানুষদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। এর পর দীর্ঘ প্রয়াস ও গবেষণা এবং একজন গৃহ শিক্ষকের সাহায্যে সেমখোর সম্প্রদায়ের মানুষদের ভাষা শিখে তাদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে এই চলচ্চিত্র নির্মাণ সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কলাকুশলীদের সেমখোর সম্প্রদায়ের মানুষদের গ্রামে থাকতে দেওয়া হয়নি। তাই কলাকুশলীরা পাহাড়ের কাছে ক্যাম্প করে থেকেছেন। প্রতিদিন তাদের গ্রামে পৌঁছনোর জন্য ৪৫ মিনিটের পাহাড়ি পথ অতিক্রম করতে হয়েছে। এই চলচ্চিত্র নির্মাণে নানান আকর্ষণীয় ঘটনার স্মৃতি তিনি সাংবাদিক বৈঠকে ভাগ করে নেন। উত্তর পূর্বের এই ছবিকে এমন সুযোগ দেওয়ার জন্য ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিকে ধন্যবাদও জানান আইমি বড়ুয়া। উল্লেখ্য, আইমি বড়ুয়া ২৫টি অসমিয়া ফিচার ফিল্ম-এ অভিনয় করেছেনে। তার এই চলচ্চিত্রটি টরন্টো ইন্টার ন্যাশনাল উইমেন ফিল্ম ফেস্টিভেল সহ আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। 

 

CG/SS/SKD/



(Release ID: 1774003) Visitor Counter : 218


Read this release in: English , Urdu , Marathi , Hindi