আইএফএসসি কর্তৃপক্ষ
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেশরা ডিসেম্বর আইএফএসসিএ আয়োজিত ইনফিনিটি ফোরামের উদ্বোধন করবেন
Posted On:
19 NOV 2021 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৯ নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেশরা ডিসেম্বর আইএফএসসিএ আয়োজিত দুদিনের ইনফিনিটি ফোরামের উদ্বোধন করবেন। ইন্টারন্যাশনাল ফিনানশিয়াল সার্ভিস সেন্টার অথরিটি (আইএফএসসিএ), ভারত সরকার এবং গিফ্ট সিটি ও ব্লুমবার্গের সহযোগিতায় আর্থিক প্রযুক্তি সংক্রান্ত এই ফোরামের আয়োজন করেছে। ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বৃটেনের প্রতিনিধিরা ভার্চুয়ালি আলোচনায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন আর্থিক প্রযুক্তি অর্থাৎ ফিনটেক এবং চতুর্থ পর্যায়ের শিল্প বা ইন্ডাস্ট্রি ৪.০-র ভবিষ্যৎ ভারতে উজ্জ্বল। অন্যদের থেকে শিখে আমরা আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নেব। ভারত যে বিষয়টি সম্পর্কে ধারণা অর্জন করে তা সারা পৃথিবীতে আশার সঞ্চার করে। আরা ভারতের জন্য যে স্বপ্ন দেখি তা সারা বিশ্বের কথা ভেবেই দেখা হয়। এটি আমাদের সকলের একসঙ্গে পথ চলা।
আইএফএসসি-এর ফ্ল্যাগশিপ কর্মসূচি ইনফিনিটি ফোরামে আর্থিক প্রযুক্তি এবং সারা বিশ্বজুড়ে এর সমস্যা, ধারণা ও উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞরা ফিনটেকের নীতি, এর বাণিজ্যিক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। ফোরামের উল্লেখযোগ্য বক্তাদের সঙ্গে থাকবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী মুকেশ আম্বানী, সফ্ট ব্যাঙ্কের চেয়ারম্যান ও মুখ্য কার্য নির্বাহী আধিকারিক মিঃ মাসায়োশি সোন এবং ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা শ্রী নন্দন নিলেকানি।
২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন গিফ্ট আইএফএসসিএ-তে একটি বিশ্বমানের ফিনটেক হাব গড়ে তোলার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। আইএফএসসিএ আর্থিক পণ্য, পরিষেবা এবং প্রতিষ্ঠানগুলির উন্নয়ন ও পরিচালনার দায়িত্বে রয়েছে। ইনফিনিটি ফোরামের বিষয়ে আইএফএসসিএ-এর চেয়ারপার্সন শ্রী ইনজেতি শ্রীনিবাস জানান ভারতে সংযুক্ত নিয়ন্ত্রক হিসেবে ইন্টারন্যাশনাল ফিনানশিয়াল সার্ভিস সেন্টারগুলি আর্থিক পরিষেবা শিল্পের মানোন্নয়ন ঘটাতে কাজ করছে। এদেশের আর্থিক ব্যবস্থাপনা যাতে আন্তর্জাতিক মানের হয় সেই লক্ষ্যে আইএফএসসিএ নানা উদ্যোগ নিয়েছে। ইনফোসিসের শ্রী নিলেকানি জানান ফিনটেক এবং অনুসারী ব্যবস্থাপনাগুলি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। আইএফএসসিএ-এর ইনফিনিটি ফোরামে এগুলি নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
এই ফোরাম আয়োজনে নীতি আয়োগ, ইনভেস্ট ইন্ডিয়া, ফিকি এবং ন্যাসকম সহযোগিতা করবে। ইনফিনিটি ফোরামের ওয়েবসাইট গতকাল উদ্বোধন হয়েছে। ফোরামের বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.infinityforum.in/।
CG/CB/NS
(Release ID: 1773589)
Visitor Counter : 162