স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১১৪কোটি৪৬লক্ষছাড়িয়েছে


দেশেগত ২৪ ঘণ্টায় ৭৩ লক্ষ ৪৪ হাজারেরওবেশিটিকারডোজদেওয়াহয়েছে

জাতীয়স্তরেসুস্থতারহারবর্তমানে ৯৮.২৮ শতাংশ

দেশেগত ২৪ ঘণ্টায়নতুনকরেআক্রান্তেরসংখ্যা ১১হাজার৯১৯

দেশেসুস্পষ্টভাবেকরোনায়আক্রান্তেরসংখ্যা ১ লক্ষ ২৮হাজার৭৬২

সাপ্তাহিক-ভিত্তিতেআক্রান্তেরহার০.৯৪শতাংশ, যাগত৫৫দিন ২ শতাংশেরনীচে

Posted On: 18 NOV 2021 9:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭৩ লক্ষ ৪৪ হাজার ৭৩৯। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১১৪ কোটি ৪৬ লক্ষ ৩২ হাজার ৮৫১।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৮১,৩২৯

 

৯৩,৬৬,৪৫৪

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৭৪,৯৩৭

 

,৬২,৪৩,৮০৫

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৪৩,৭২,৬৬,৪৪৮

 

১৮,০৬,৩৮,৪৭৮

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৭,৯৪,২৬,৫৯৪

 

১০,৮৯,০৯,৬৮৪

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১১,২৪,০৮,০০২

 

,২৬,১৭,১৫৬

 

মোট

 

,১৪,৪৬,৩২,৮৫১

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪২ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৮৫ হাজার ১৩২।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৮ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১৪৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯১৯ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ২৮ হাজার ৭৬২ হয়েছে, যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৩৭ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৩২ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬২ কোটি ৮২ লক্ষ ৪৮ হাজার ৮৪১।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৯৪ শতাংশ, যা গত ৫৫ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৯৭ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৪৫ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৮০ দিন ৩ শতাংশের নীচে।


CG/SS/SB



(Release ID: 1772980) Visitor Counter : 139