আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভগবান বিরসা মুন্ডার নাতি আদি মহোৎসব উদ্বোধন করেছেন; এই উৎসব আদিবাসী সংস্কৃতি, শিল্প ও বাণিজ্য ভাবনাকে প্রতিফলিত করে

Posted On: 16 NOV 2021 9:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২১

 

আজাদি কা অমৃত মহোৎসব এবং জনজাতীয় গৌরব দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আদিবাসী সমবায় বিপণন উন্নয়ন সংগঠন (ট্রাইফেড) একাধিক অনুষ্ঠান আয়োজন করছে। এই উপলক্ষে নতুন দিল্লির দিল্লি হাটে জাতীয় স্তরে এক মেগা আদিবাসী মহোৎসব আয়োজিত হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবের সূচনা করেন ভগবান বিরসা মুন্ডার নাতি শ্রী সুখরাম মুন্ডা। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, সাংসদ শ্রীমতী এম সি মেরি কম, ট্রাইফেডের চেয়ারম্যান শ্রী রামসিন রাথোয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আদিবাসী মন্ত্রী বলেন, আদিবাসী সংস্কৃতি জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে আদি মহোৎসব এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। এই উৎসব আদিবাসীদের না কেবল ব্যবসার প্রসারে সাহায্য করবে, সেই সঙ্গে আদিবাসী শিল্প, রন্ধন প্রণালী ও অন্যান্য পরম্পরাগুলিকে সুরক্ষিত রাখবে। তিনি সমস্ত দিল্লিবাসীকে আদিবাসী শিল্পকলা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই উৎসব ঘুরে দেখার আহ্বান জানান। 

ভগবান বিরসা মুন্ডার নাতি শ্রী সুখরাম মুন্ডা বলেন, আজাদি কা অমৃত মহোৎসব এবং জনজাতীয় গৌরব দিবসের অঙ্গ হিসাবে মহান স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উৎসব উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। উল্লেখ করা যেতে পারে, বিরসা মুন্ডা ও ঔপনিবেশিক শাসনের কঠোর নির্মমতার বিরুদ্ধে নির্ভীক সংগ্রাম চালিয়ে আদিবাসী সমাজের মধ্যে জল, জঙ্গল ও জমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পেরেছিলেন। দেশে আদিবাসী মানুষের ক্ষমতায়নে বিরসা মুন্ডার আদর্শকে অনুসরণ করে সরকার অগ্রসর হচ্ছে বলে আমি অত্যন্ত খুশি হয়েছি। 

আদিবাসী সংস্কৃতি, শিল্প, রন্ধন প্রণালী ও বাণিজ্যিক মানসিকতার প্রতিফলন এই আদি মহোৎসব ২০১৭ থেকে প্রতি বছর আয়োজন করা হয়ে আসছে। সাধারণ মানুষকে আদিবাসীদের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় শিল্প সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে এই প্রয়াস। 

দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশের বেশি আদিবাসী। সমাজে এরা পিছিয়ে শ্রেণীর মধ্যে পড়ে। সাধারণ মানুষের মধ্যে এরকম ধারণা আছে যে, আদিবাসীরা এখনও অনেক কিছু সম্পর্কে অজ্ঞ। অবশ্য, এটা সত্য নয়। শহর ভারত সম্পর্কেও তাঁদের সম্যক ধারণা রয়েছে। প্রকৃতির সরলতায় লালিত-পালিত আদিবাসীদের প্রতি আমাদের আগ্রহ চিরকালীন। তাই, তাঁদের তৈরি হাতে বোনা বস্ত্র, রেশম, উল, ধাতব সামগ্রী, টেরাকোটা – এখন এই সবকিছুরই সংরক্ষণ ও প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে। 

 

CG/BD/SB


(Release ID: 1772649) Visitor Counter : 339


Read this release in: English , Urdu , Hindi , Punjabi