পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

এ পর্যন্ত ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাটের পরিমাণ কমিয়েছে

Posted On: 12 NOV 2021 6:09PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১২ই নভেম্বর, ২০২১

 

গ্রাহকদের সুবিধা দিতে ২৫টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাটের পরিমাণ কমিয়েছে। কেন্দ্র ৩রা নভেম্বর পেট্রোলের উপর ৫টাকা ও ডিজেলের উপর ১০টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে। এর পর গ্রাহকদের সুবিধার জন্য রাজ্যগুলিকে পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাটের পরিমাণ কমানোর প্রস্তাব করা হয়।

যে সব রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল  পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাটের পরিমাণ কমায়নি সেগুলি হলঃ-  মহারাষ্ট্র, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাডু, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কেরালা, ঝাড়খন্ড, ছত্তিশগড় ও রাজস্থান। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, কেরালাকে পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাটের নির্ধারিত মূল্য দিয়ে তা সংগ্রহ করে। বর্তমানে সেখানে পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট বসানো নেই।

ভ্যাটের পরিমাণ কমানোর ফলে পাঞ্জাবে পেট্রোলের দাম সবথেকে কমেছে । সেখানে পেট্রলের দাম কমেছে লিটার পিছু ১৬টাকা ২ পয়সা। এর পর লাদাখে পেট্রলের দাম কমেছে লিটার পিছু ১৩টাকা ৪৩ পয়সা, আর কর্ণাটকে ১৩টাকা ৩৫ পয়সা। দেশে সবথেকে সস্তায়  পেট্রোল পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে౼ লিটার পিছু  ৮২টাকা ৯৬ পয়সা। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে পেট্রোল পাওয়া যায় লিটার পিছু ৯২টাকা ২ পয়সায়। অন্যদিকে রাজস্থানের জয়পুরে ও মহারাষ্ট্রের মুম্বাই-এ পেট্রোলের দাম যথাক্রমে লিটার পিছু ১১৭টাকা ৪৫ পয়সা এবং  ১১৫টাকা ৮৫ পয়সা।       

ডিজেলের ক্ষেত্রে দাম সবথেকে কমেছে লাদাখে। সেখানে ডিজেলের দাম কমেছে লিটার পিছু ১৯টাকা ৬১ পয়সা। এর পর কর্ণাটকে ডিজেলের দাম কমেছে লিটার পিছু ১৯টাকা ৪৯ পয়সা, আর পুডুচেরিতে ১৯টাকা ৮ পয়সা।  দেশে সবথেকে সস্তায়  ডিজেল পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে౼ লিটার পিছু  ৭৭টাকা ১৩ পয়সা। মিজোরামের রাজধানী আইজলে ডিজেল পাওয়া যায় লিটার পিছু ৭৯টাকা ৫৫ পয়সায়। অন্যদিকে রাজস্থানের জয়পুরে ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১০৮টাকা ৩৯ পয়সা এবং  ১০৭টাকা ৪৮ পয়সা।        

 

CG/CB/SFS



(Release ID: 1771508) Visitor Counter : 212


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu