বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ভারত গ্রীন হাউস গ্যাস নির্গমন কমাতে এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লক্ষ্য পূরণে ধারাবাহিকভাবে জ্বালানী, রাসায়নিক ও অন্যান্য বস্তু সামগ্রীর সহজলভ্যতার জন্য আন্তর্জাতিক ক্লিন এনার্জি সমুদায়ের অঙ্গীকার আহ্বান করেছে

Posted On: 10 NOV 2021 2:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২১

 

ভারত গ্রীন গাউস গ্যাস নির্গমন কমাতে এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধার্য লক্ষ্য পূরণে ধারাবাহিকভাবে জ্বালানী, রাসায়নিক ও অন্যান্য বস্তু সামগ্রীর সহজলভ্যতার জন্য আন্তর্জাতিক ক্লিন এনার্জি সমুদায়ের প্রতি অঙ্গীকার গ্রহণে আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘের ২৬তম কপ-২৬ শীর্ষক এক অনুষ্ঠানে গত সন্ধ্যায় যোগ দিয়ে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং মিশন ইনোভেশন ২.০ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে ভারত ও নেদারল্যান্ডের যৌথ প্রয়াসগুলির কথা উল্লেখ করেন। এই উপলক্ষে দুই দেশের মধ্যে সুসংহত জৈব শোধনাগার উদ্যোগেরও সূচনা হয়। 

ডাঃ সিং বলেন, মিশন ইনোভেশন কর্মসূচির মাধ্যমে ভারত উদ্ভাবনের লক্ষ্য পূরণে সহযোগিতামূলক প্রয়াসগুলিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে এবং দূষণমুক্ত শক্তি সহজলভ্য করতে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, মিশন ইনোভেশন কর্মসূচিতে ভারত ও নেদারল্যান্ড গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে সম্মত হয়েছে। স্থির হয়েছে দুই দেশই স্টার্টআপ ইকোসিস্টেম, আন্তর্জাতিক স্তরে সহযোগিতার ক্ষেত্রে একে-অপরকে সাহায্য করবে। এই কর্মসূচি এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে বেসরকারি ক্ষেত্র, গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সকলে একত্রে পুনর্নবীকরণযোগ্য জ্বালানী, রাসায়নিক পদার্থ ও বস্তু সামগ্রী উদ্ভাবনে সমান অবদান রাখতে পারে। তিনি বলেন, পরিবহণ ও রাসায়নিক ক্ষেত্র থেকে গ্রীন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ এক-তৃতীয়াংশ, যা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করা হচ্ছে। মন্ত্রী বলেন, জৈব প্রযুক্তি দপ্তরের মাধ্যমে ভারত স্থায়ীভাবে বিমান জ্বালানী সহ জৈব জ্বালানীর গবেষণা ও উন্নয়নের কাজে যুক্ত রয়েছে। এ ধরনের জ্বালানী সমাজের পাশাপাশি, পরিবেশের পক্ষেও অত্যন্ত অনুকূল বলে ডাঃ সিং অভিমত প্রকাশ করেন। 

 

CG/BD/SB



(Release ID: 1770582) Visitor Counter : 308