খনিমন্ত্রক

খনিজ সংরক্ষণ ও উন্নয়ন (সংশোধন) বিধি, ২০২১ জনসমক্ষে প্রকাশিত

Posted On: 10 NOV 2021 2:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় খনি মন্ত্রক ২০১৭’র খনিজ সংরক্ষণ ও উন্নয়ন আইনে সংশোধনের লক্ষ্যে গত তেসরা নভেম্বর খনিজ সংরক্ষণ ও উন্নয়ন (সংশোসধন) বিধি, ২০২১ জনসমক্ষে প্রকাশ করেছে। খনিজ সম্পদ সংরক্ষণ, পদ্ধতিগত ও বৈজ্ঞানিক-ভিত্তিতে খনন এবং দেশে খনিজ সম্পদের উন্নয়ন সহ পরিবেশের সুরক্ষার স্বার্থে ১৯৫৭’র খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইনের ১৮ নম্বর ধারার আওতায় ২০১৭’র খনিজ সংরক্ষণ ও উন্নয়ন বিধি প্রণয়ন করা হয়। রাজ্য সরকারগুলির পাশাপাশি, শিল্প সংগঠন, খনির লিজ গ্রহীতা, সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ ও সাধারণ মানুষের সঙ্গে বিশদে আলাপ-আলোচনার পর সংশোধিত আইনটি প্রণয়ন করা হয়। সংশোধিত এই আইনের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য নিম্নরূপ –

 খনি সম্পর্কিত যাবতীয় পরিকল্পনা ডিজিটাল গ্লোবাল পজিশনিং সিস্টেম সহযোগে প্রণয়ন করতে হবে অথবা কিছু কিছু ক্ষেত্রে দ্রোণ সমীক্ষার সাহায্য নেওয়া যেতে পারে। 

 নতুন এই আইনে লিজ গ্রহীতাদের খনি এলাকার ডিজিটাল ছবি জমা করতে হবে। এমনকি, যে সমস্ত লিজ গ্রহীতার বাৎসরিক ১ মিলিয়ন টন বা তার বেশি খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনা রয়েছে, তাদের সমগ্র লিজে নেওয়া এলাকার দ্রোণ সমীক্ষা চিত্র জমা করতে হবে। 

 কার্টোস্যাট-২ উপগ্রহ থেকে পাওয়া চিত্র জমা করতে হবে। সেই সঙ্গে, সংশ্লিষ্ট আইনের ৩৪এ ধারানুযায়ী দ্রোণ সমীক্ষা করা যেতে পারে। 

 ২৫ হেক্টরের কম লিজ নেওয়া এলাকায় লিজ গ্রহীতারা আংশিক সময়ের ভিত্তিতে মাইনিং ইঞ্জিনিয়ার বা আংশিক সময়ের ভূতত্ত্ববিদ নিয়োগ করতে পারবেন। 

 ক্যাটাগরি-এ খনিগুলির ক্ষেত্রে ৫ লক্ষ টাকার আর্থিক নিরাপত্তা এবং ক্যাটাগরি-বি খনিগুলির ক্ষেত্রে ৩ লক্ষ টাকার আর্থিক নিরাপত্তা কমিয়ে যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ টাকা করা হয়েছে। 

খনি মন্ত্রকের ওয়েবসাইটে (www.mines.gov.in) সংশোধিত আইনটি জনসমক্ষে প্রকাশিত হয়েছে।

 

CG/BD/SB



(Release ID: 1770576) Visitor Counter : 228