প্রতিরক্ষামন্ত্রক
ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন
प्रविष्टि तिथि:
07 NOV 2021 2:20PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৭ই নভেম্বর, ২০২১
ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন চৌঠা নভেম্বর নৌবাহিনীর পশ্চিমাঞ্চলের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
শ্রী স্বামীনাথন ১৯৮৭ সালের ১লা জুলাই ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি খাদাকভাস্লার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, বৃটেনের শ্রীভেনহ্যামের স্টাফ কলেজ, কারেঞ্জার দ্য কলেজ অফ নাভাল ওয়ারফেয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউ পোর্টের ন্যাভাল ওয়ার কলেজের প্রাক্তনী।
অতি বিশিষ্ট সেবা পদক ও বিশিষ্ট সেবা পদক প্রাপক ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন, নানা রণতরী পরিচালনা করেছেন।
নতুনদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে তিনি কোচির কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমএসসি করেন। এরপর লন্ডনের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে এমএ, মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এম ফিল, এবং ইন্টারন্যাশনাল স্টাডিজে গবেষণা করেছেন।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1770008)
आगंतुक पटल : 229