সংস্কৃতিমন্ত্রক
প্রধানমন্ত্রী কেন্দারনাথে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন
আদি শঙ্করাচার্যের সমাধি উদ্বোধন এবং আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী
Posted On:
05 NOV 2021 8:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেদারনাথে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সেখানে আদি শঙ্করাচার্যের সমাধি উদ্বোধনের পাশাপাশি শ্রী আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন। চলতি পরিকাঠামো প্রকল্পগুলির কাজকর্মের অগ্রগতি তিনি খতিয়ে দেখেন। কেদারনাথ মন্দিরে প্রধানমন্ত্রী পূজার্চনায় অংশ নেন। কেদারনাথ ধামে মূল অনুষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় উপাসনালয় সহ ১২টি জ্যোতির্লিঙ্গ ও ৪টি ধামে পূজার্চনার আয়োজন করা হচ্ছে। এই পূজার্চনাগুলি সবই কাদার ধামে মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত।
এদিকে, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি কেরালায় কালাডিতে আদি শঙ্করাচার্য মন্দির সফরে যান এবং সেখান থেকে কেদারনাথে প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দেন। উল্লেখ করা যেতে পারে, কালাডি আদি শঙ্করাচার্যের জন্মভূমি।
কেদার ধামে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের আগে শ্রী রেড্ডি কালাডিতে এক জনসভায় ভাষণ দেন এবং আদি শঙ্করাচার্যের অবদানের নানা দিক উল্লেখ করেন। তিনি বলেন, শঙ্করাচার্যের মূল শিক্ষার মধ্যে সমতা, জ্ঞান আহরণ এবং সার্বিক কল্যাণের মত বিষয়গুলি নিহিত রয়েছে। জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে আদি শঙ্করাচার্য ছিলেন ভারতের এক অন্যতম সমাজ সংস্কারক। আদি শঙ্করাচার্য তাঁর জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই অনুপ্রেরণা তাঁকে জাতপাতের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।
শ্রী রেড্ডি আরও বলেন, জগৎগুরু আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের বিভিন্ন রীতি-নীতিকে এক ছাতার তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং দেশের চার প্রান্তে চারটি পীঠ স্থাপন করেছিলেন। আজ কেদারনাথ সহ সারা দেশে যে ১১টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তা শঙ্করাচার্যের জীবন ও শিক্ষার এক একটি প্রতিভূ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বদাই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেছেন। এই লক্ষ্যে কাদারনাথে আজ যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোমূলক প্রকল্পগুলির উদ্বোধন হচ্ছে, সেগুলি সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সুযোগ-সুবিধা আরও বাড়াবে।
অনুষ্ঠানের পর কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মন্ত্রকের তত্ত্বাবধানে রূপায়িত বিভিন্ন কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করেন। এরমধ্যে রয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের ত্রিচূড় সার্কেল, দক্ষিণাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং পর্যটন মন্ত্রকের ত্রিচূড় ও আঞ্চলিক কার্যালয়। এই উপলক্ষে কেরালা সরকারের পর্যটন উন্নয়ন নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় শ্রী রেড্ডি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে আদি শঙ্করাচার্যের রচিত বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ করে শোনানো হয়। কালাডিতে শ্রী শঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন।
কেদারনাথে মূল অনুষ্ঠানের পাশাপাশি সারা দেশে ১১টি জ্যোতির্লিঙ্গ, ৪টি জ্যোতিষ্পীঠ এবং চারধামে (বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম) কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রক জ্যোতর্লিঙ্গ / জ্যোতিষ্পীঠ প্রাঙ্গণ বা নিকটবর্তী স্থানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
CG/BD/AS/
(Release ID: 1769756)
Visitor Counter : 154