স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিট-১৯ টিকাকরণ ১০৭ কোটি ৭০ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ, যা ২০২০ সালের মার্চ মাস থেকে সর্বনিম্ন

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭২৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন

দেশে সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৯২২

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১.২৫ শতাংশ, যা গত ৪২ দিনে ২ শতাংশের নীচে

Posted On: 05 NOV 2021 11:00AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ নভেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৬৫ হাজার ২৭৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১০৭ কোটি ৭০ লক্ষ ৪৬ হাজার ১১৬।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ -

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,০৩,৭৯,৪৮৫

দ্বিতীয় ডোজ

৯২,৫১,৮১৬

প্রথম সারির স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,৮৩,৭২,২৭৭

দ্বিতীয় ডোজ

,৬০,০১,১৮৮

১৮ – ৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪২,২৮,২১,০৮৩

দ্বিতীয় ডোজ

১৪,৮০,১৩,৬০২

৪৫ – ৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৭,৫৯,৫০,৬৮৮

দ্বিতীয় ডোজ

,৮২,২৪,১৬৯

৬০ বছরের ঊর্ধ্বে

প্রথম ডোজ

১১,০৩,৭৯,২৯৭

দ্বিতীয় ডোজ

,৭৬,৫২,৫১১

মোট

,০৭,৭০,৪৬,১১৬

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬৫ জন। এর ফলে মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ১ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ৯৫৯। জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৩ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ১৩১ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নেমে এসে বর্তমানে ১ লক্ষ ৪৮ হাজার ৯২২ হয়েছে, যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৪৩ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ ৭০ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬১ কোটি ৩০ লক্ষ ১৭ হাজার ৬১৪টি।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তেমন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২৫ শতাংশ, যা গত ৪২ দিন ২ শতাংশের নীচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৯০ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৩২ দিন ২ শতাংশের রয়েছে এবং গত ৬৭ দিন ৩ শতাংশের নীচে।

 

CG/SS/SKD/



(Release ID: 1769636) Visitor Counter : 147