শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত – ভুটান ব্যবসা বাণিজ্যের জন্য সাতটি অতিরিক্ত প্রবেশ পথের ব্যবস্থা করবে

Posted On: 03 NOV 2021 6:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ নভেম্বর, ২০২১
 
 
ভারত ও ভুটানের বাণিজ্য সচিব পর্যায়ের এক বৈঠকে ব্যবসা বাণিজ্য ও পরিবহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বাণিজ্য বিভাগের সচিব শ্রী বি ভি আর সুব্রমনিয়াম ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভুটানের আর্থিক বিষয়ক মন্ত্রকের সচিব দাসো কর্মা শেরিং ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
 
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ বজায় রেখে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। এই মর্মে সাতটি অতিরিক্ত প্রবেশ পথের সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলি হলঃ
 
১) নাগরাকাটা স্থল সীমান্ত কেন্দ্রে পণ্যের পরিমাণের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। 
 
২) আগরতলা স্থল বন্দরকে একটি প্রবেশ পথ করা হবে। 
 
৩) গুয়াহাটির স্টিমার ঘাটে পান্ডু বন্দরকে প্রবেশ পথ করা হবে। (ধুবরি এই বন্দরের নিয়ন্ত্রণ করবে) 
 
৪) যোগীঘোপা বন্দর একটি প্রবেশ পথ হবে। (ধুবরি এই বন্দরেরও নিয়ন্ত্রণ করবে)  
 
৫) ভারতে তোর্সা চা বাগান এবং ভুটানের আহলায়ের মধ্যে  অতিরিক্ত যোগাযোগ ব্যবস্থা হিসেবে এশিয়ো মহাসড়ক ৪৮ কে ব্যবহার করা হবে। জলগাঁওএ সীমা শুল্ক কেন্দ্রের এটি একটি অতিরিক্ত প্রবেশ পথ হবে। 
 
৬) কামারদ্বীসা একটি প্রবেশ পথ হবে। 
 
৭) বীরপাড়ায় আরেকটি  প্রবেশ পথ হবে। 
 
ভারত ও ভুটানের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পরিবহণ সংক্রান্ত ২০১৬ সালের বিধির অতিরিক্ত সংযোজন হিসাবে এটি বিবেচিত হবে। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়বে। ২০১৪ – ১৫ অর্থ বর্ষে ব্যবসার পরিমাণ ছিল ৪৮ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার। ২০২০ – ২১ এ তা বেড়ে ১০৮ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলারে পৌঁছেছে।
 
 
CG/CB/SFS


(Release ID: 1769612) Visitor Counter : 280


Read this release in: English , Urdu , Hindi