স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১০৬ কোটি ৮৫ লক্ষ ছাড়িয়েছে

Posted On: 02 NOV 2021 10:02AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২ নভেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫২ লক্ষ ৩৯ হাজার ৪৪৪। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১০৬ কোটি ৮৫ লক্ষ ৭১ হাজার ৮৭৯।

মোট টিকাকরণের পরিসংখ্যা নিম্নরূপ :

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

দ্বিতীয় ডোজ

,০৩,৭৯,২৩৮

৯২,৩৩,৪১৪

অগ্রভাগে থাকা করোনা যোদ্ধা

প্রথম ডোজ

দ্বিতীয় ডোজ

,৮৩,৭১,৮৬৮

,৫৯,৫৬,২১৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

দ্বিতীয় ডোজ

৪২,০৪,৮৯,৩২৬

১৪,৪৫,৬৭,৪২৩

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

দ্বিতীয় ডোজ

১৭,৫৩,৪২,২৬৯

,৭১,৪৪,২২০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

দ্বিতীয় ডোজ

১১,০০,১৭,৬৬৫

,৭০,৭০,২৩৯

মোট

 

,০৬,৮৫,৭১,৮৭৯

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ২১ জন। এরফলে মহামারী শুরুর সময়ে থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৮৩ হাজার ৫৮১।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২১ শতাংশ। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১২৮ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪২৩ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৫৩ হাজার ৭৭৩, যা গত ২৫০ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৪৫ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৯ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬১ কোটি ২ লক্ষ ১০ হাজার ৩৩৯টি।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে অন্যদিকে তখন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.১৬ শতাংশ, যা গত ৩৯ দিনে ২ শতাংশের নীচে রয়েছে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.০৩ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ২৯ দিনে ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৬৪ দিনে ৩ শতাংশের নীচে রয়েছে।


CG/SS /NS



(Release ID: 1768939) Visitor Counter : 185