রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় রেল সরকারি - বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে কেভাডিয়া রেলস্টেশনে একটি সুভেনিয়র বিপনী সহ আর্ট গ্যালারি গড়ে তুলেছে

Posted On: 02 NOV 2021 12:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ নভেম্বর, ২০২১

 

স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসা পর্যটকরা এবার কেভাডিয়া স্টেশনেই গুজরাটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উপলব্ধি করতে পারবেন। স্ট্যাচু অফ ইউনিটির কাছে পর্যটকদের জন্য আরও একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হিসেবে পশ্চিম রেলের ভদোদরা ডিভিশন কেভাডিয়া রেলস্টেশনে সুভেনিয়র বিপনী সহ একটি আর্ট গ্যালারি বা শিল্প প্রদর্শশালা গড়ে তুলেছে। ভারতীয় রেল সরকারি - বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পর্যটক আকর্ষণের এই কেন্দ্রটি গড়ে তুলেছে। 

আধুনিক এই আর্ট গ্যালারিতে গুজরাট ও ভারতের বিভিন্ন শিল্প ও চারুকলার নিদর্শন রয়েছে। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে এই আর্ট গ্যালারিটি পরিচালিত হবে। এমনকি, রেলের ভাড়া বহির্ভূত ২৪ লক্ষ ৭০ হাজার টাকা উপার্জন হবে। কেভাডিয়া রেলস্টেশনে গড়ে তোলা এই শিল্প প্রদর্শশালাটি স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসা পর্যটকদের না কেবল গুজরাটের সমৃদ্ধ শিল্প সংস্কৃতি সম্পর্কে অবহিতই করবে, সেই সঙ্গে নর্মদা জেলার স্থানীয় আদিবাসী মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। 

 

CG/BD/AS/


(Release ID: 1768926) Visitor Counter : 203