কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সরকারের কাছে জমে থাকা অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য দোসরা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত চলা বিশেষ প্রচারাভিযান কর্মসূচির বিষয়ে পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং

Posted On: 01 NOV 2021 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০১ নভেম্বর, ২০২১

 

বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রী দপ্তর, কর্মীবর্গ, গণ অভিযোগ, পেনশন, আনবিক শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকারের কাছে জমে থাকা অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৪০ কোটি টাকা আয় হয়েছে। বিশেষ প্রচারাভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের আওতাধীন সরকারের ৮ লক্ষ বর্গ ফুটেরও বেশি জায়গা দখল মুক্ত করা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী এদিন দোসরা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা বিশেষ প্রচারাভিযান কর্মসূচির বিষয় পর্যালোচনা করেছেন। তিনি বলেন, প্রশাসনিক সংস্কার ও গণ অভিযোগ দপ্তরের সঙ্গে অন্যান্য দপ্তর/ মন্ত্রকের সমন্বয়সাধন করে জমে থাকা অভিযোগের দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বৈঠকে প্রশাসনিক সংস্কার ও গণ অভিযোগ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা বিশেষ প্রচারাভিযানের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বিস্তারিত জানান। সরকারের কাছে জমে থাকা ১৫ লক্ষ ২৩ হাজার ৪৬৪টি ফাইলের মধ্যে ১৩ লক্ষ ৭৩ হাজার ২০৪টি ফাইল ছাড়া হয়েছে। এমনকি মাত্র ৩০ দিনে ৩ লক্ষ, ২৮ হাজার ২৩৪টি গণ অভিযোগের মধ্যে ২ লক্ষ ৯১ হাজার ৬৯২টি অভিযোগ দ্রুত সমাধান করা হয়েছে। 

ডাঃ জিতেন্দ্র সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সরকার জমে থাকা অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য এই প্রচারাভিযান চালিয়েছে। তিনি বলেন, এই কর্মসূচি জন আন্দোলনে পরিণত হয়েছে। শ্রী সিং আরও জানান, এই বিশেষ প্রচারাভিযানের লক্ষ্যই ছিল সাধারণ মানুষের অভিযোগের সময় মতো সমাধান ও কার্যকরী নিষ্পত্তি সুনিশ্চিত করা। তাই এই বিশেষ কর্মসূচির মাধ্যমে সাংসদ, রাজ্য সরকার, আন্তঃমন্ত্রক এবং প্রতিটি মন্ত্রক/ দপ্তরের মধ্যে সমন্বয় গড়ে তোলা হয়েছে। এই প্রচারাভিযানের দায়িত্বে ছিল প্রশাসনিক সংস্কার ও গণ অভিযোগ দপ্তর। সরকারের কাছে জমে থাকা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য দৈনিক কাজের বিষয় পর্যালোচনা করতে  একটি সুনির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে। এই পোর্টালটি হলো - https://pgportal.gov.in/scdpm

 

CG/SS/SKD/


(Release ID: 1768570) Visitor Counter : 143