কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা, ২০২০-র চূড়ান্ত ফল প্রকাশ

Posted On: 01 NOV 2021 12:46PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০১ নভেম্বর, ২০২১

 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এবং দোসরা ও ৭ মার্চ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা, ২০২০’ -র লিখিত পরীক্ষা নেয়। এই লিখিত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে অক্টোবর মাসে স্বাক্ষাৎকারের জন্য ব্যক্তিত্ব যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়। তারই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় চূড়ান্ত ফলাফল অনুযায়ী মোট ৮৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২৫ জন সাধারণ শ্রেণী, ১০ জন আর্থিক দুর্বল শ্রেণী, ৩৪ জন অন্যান্য অনগ্রসর শ্রেণী, ১৩ জন তপশিলি জাতি ও ৭ জন তপশিলি উপজাতি পরীক্ষার্থী রয়েছেন। 

প্রার্থীরা যে কোনো কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ইউপিএসসি-র কার্যালয়ে যে কোন  পরীক্ষা/ নিয়োগ সংক্রান্ত বিষয় তথ্য যাচাই করতে পারেন। প্রয়োজনে 011-23385271 এবং 01-23381125 এই নম্বরে ফোন করতে পারেন। ইউপিএসসি-র ওয়েবসাইট www.upsc.gov.in. -এও এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

CG/SS/SKD/



(Release ID: 1768567) Visitor Counter : 126


Read this release in: English , Urdu , Hindi , Tamil