সংস্কৃতিমন্ত্রক

আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক তিনটি অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে

"অমৃত মহোৎসব অবশ্যই শিল্পকলা, সংস্কৃতি, গান ও সংগীতের রঙে পূর্ণ হতে হবে" : প্রধানমন্ত্রী

Posted On: 31 OCT 2021 6:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ অক্টোবর, ২০২১

 

প্রধান বিষয় সমুহ-

* সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ব্লক, জেলা এবং জাতীয় স্তর পর্যন্ত দেশ ভক্তি গীত রচনা, রঙ্গোলী তৈরি এবং ছোটদের জন্য ছড়ার গান রচনা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

* প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর, ২০২১,  তাঁর মন কি বাত অনুষ্ঠানে এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। এই প্রতিযোগিতা গুলিতে অংশ নেওয়ার জন্য ৩১ অক্টোবর, জাতীয় সংহতি দিবসের দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

* ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সারা দেশ জুড়ে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে। এর মাধ্যমে ভারতের বর্ণময় স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের জীবন, দেশের সংস্কৃতি এবং অগ্রগতি নিয়ে স্মরণ করা হচ্ছে।

এই প্রতিযোগিতা গুলি সম্পর্কে জনমানসে সচেতনতা তৈরি করতে এগিয়ে এসেছেন ভারতরত্ন লতামঙ্গেসকার থেকে শুরু করে অস্কার জয়ী এ আর রহমান, পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক প্রমূখ। ভারত সরকারের বিভিন্ন গণমাধ্যম যেমন আকাশবাণী, দূরদর্শন, প্রেস ইনফরমেশন ব্যুরো'র মাধ্যমে এর প্রচার চালানো হচ্ছে।


CG/ SB



(Release ID: 1768268) Visitor Counter : 396


Read this release in: English , Marathi , Hindi , Odia