অর্থমন্ত্রক

এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাঙ্কের পরিচালন পর্ষদের ষষ্ঠ বার্ষিক বৈঠকে শ্রীমতী নির্মলা সীতারমনের অংশগ্রহণ

Posted On: 26 OCT 2021 7:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২১

 

কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাঙ্কের পরিচালন পর্ষদের ষষ্ঠ বার্ষিক বৈঠকে যোগ দেন। প্রতি বছর এই বার্ষিক বৈঠকে পরিচালন পর্ষদ ব্যাঙ্কের কাজকর্ম সম্পর্কিত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ভারতের এই ব্যাঙ্কের দ্বিতীয় সর্বাধিক অংশীদারিত্ব রয়েছে। এমনকি, এই ব্যাঙ্কের সর্বাধিক প্রোজেক্ট পোর্টফোলিও-র নিরিখে ভারত অন্যতম দেশ। এ বছর বার্ষিক বৈঠক যৌথভাবে এশীয় পরিকাঠামো উন্নয়ন ব্যাঙ্ক এবং সংযুক্ত আরব আমীরশাহী সরকার আয়োজন করেছে। এবারের বৈঠকের মূল বিষয় ইনভেস্ট টুডে অ্যান্ড ট্রান্সফরমিং টুমোরো।

ব্যাঙ্কের পরিচালন পর্ষদের গোলটেবিল বৈঠকে শ্রীমতী সীতারমন কোভিড-১৯ সঙ্কট ও কোভিড পরবর্তী সহায়তার বিষয়ে মতামত পেশ করেন। তিনি ভারত সহ সদস্য দেশগুলিকে কোভিড-১৯ সঙ্কট মোকাবিলা ও সংক্রমণ প্রতিরোধে গৃহীত প্রচেষ্টাগুলিতে দ্রুত আর্থিক সহায়তার জন্য ব্যাঙ্কের প্রশংসা করেন। তিনি আরও বলেন, ভারত সরকার অর্থ ব্যবস্থার পুনরুদ্ধারে যে সমস্ত সামাজিক সুরক্ষামূলক এবং আর্থিক স্টিমুলাস প্যাকেজ গ্রহণ করেছে, তা অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। সরকারের স্টিমুলাস প্যাকেজের মধ্যে অতিক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য ঋণ নিশ্চয়তা কর্মসূচি ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের মাধ্যমে রপ্তানি ক্ষেত্রে উৎসাহ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় সার এবং ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের মতো উদ্যোগগুলি রয়েছে। এর ফলে, অর্থ ব্যবস্থায় যেমন গতি সঞ্চার হয়েছে, তেমনই দরিদ্র ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত হয়েছে। অর্থমন্ত্রী দেশবাসীর দ্রুত টিকাকরণে ভারত সরকারের সফল অভিযানের কথা উল্লেখ করে বলেন, বিজ্ঞান-ভিত্তিক ও কারিগরি ব্যবস্থার ওপর নির্ভর করে ১০০ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া সম্ভব হয়েছে। তিনি ভ্যাকসিন মৈত্রীর কথা উল্লেখ করে বলেন, এই উদ্যোগে ৯৫টিরও বেশি দেশ রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃত সংস্থাগুলিকে ভারতে তৈরি ৭ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। 

শ্রীমতী সীতারমন বলেন, বর্তমান সঙ্কট এবং জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কগুলির গুরুত্বকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সামাজিক পরিকাঠামো ক্ষেত্রে সম্পদ সৃষ্টি উন্নয়নের মতো বিষয়গুলিকে লগ্নির সুযোগ-সুবিধা খুঁজে বের করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, সার্বিক ও পরিবেশ-বান্ধব উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের মূলধন কাজে লাগানোর পরিকল্পনা করা যেতে পারে। এর ফলে, আখেরে অর্থ ব্যবস্থায় আরও গতি সঞ্চারিত হবে বলে শ্রীমতী সীতারমন অভিমত প্রকাশ করেন।

শ্রীমতী সীতারমন এক অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান হিসাবে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাঙ্কের ভবিষ্যৎ প্রচেষ্টায় ভারতের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। 

 

CG/BD/SB



(Release ID: 1766917) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Marathi , Hindi