মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক

ভারতে আইভিএফ পদ্ধতি ব্যবহার করে বন্নি মহিষ প্রজাতির প্রথম বাছুরের জন্ম

Posted On: 23 OCT 2021 12:25PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩  অক্টোবর, ২০২১

 

        ভারতে আইভিএফ পদ্ধতি ব্যবহার করে বন্নি মহিষ প্রজাতির প্রথম বাছুরের জন্ম হয়েছে। এরফলে ওপিইউ- আইভিএফ পদ্ধতিতে প্রাণী পালনে ভারত একধাপ এগোল। গুজরাটের সোমনাথ জেলার ধানেজ-এ সুশীলা অ্যাগ্রো ফার্মসের কৃষক বিনয় এল ওয়ালার খামারে প্রথম বন্নি প্রজাতির মহিষের বাছুরটি জন্ম নিল। এ ধরণের ৬টি বাছুরের জন্ম নেওয়ার প্রক্রিয়া চলছে।

        প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২০র ১৫ ডিসেম্বর গুজরাটের কচ্ছ অঞ্চল সফরের সময় বন্নি প্রজাতির মহিষের কৃত্রিম প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এর পরের দিনই আইভিএফ পদ্ধতিতে এই প্রক্রিয়া শুরু করা হয়। সরকার এবং বিজ্ঞানীরা আইভিএফ-এর মাধ্যমে মহিষের জন্ম নেওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। এরফলে দেশে গো সম্পদের মানোন্নয়ন হবে।

 

CG/CB/NS



(Release ID: 1766004) Visitor Counter : 194