নীতিআয়োগ
স্বাস্থ্য ক্ষেত্রের উদ্ভাবন সম্বলিত নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন ডিজি-বুক প্রকাশ
Posted On:
21 OCT 2021 3:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২১
নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন ‘ইনোভেশন ফর ইউ’ শীর্ষক একটি ডিজি-বুক প্রকাশ করেছে। এই বইয়ের অটল ইনোভেশন মিশনের বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগ বা স্টার্ট আপ – এর সাফল্যের বিবরণ দেওয়া রয়েছে। এই স্টার্টআপ সংস্থাগুলি স্থিতিশীল ভবিষ্যতের জন্য নানা ধরনের পণ্য, পরিষেবা ও সমস্যার সমাধান নিয়ে কাজ করছে। প্রথম সংস্করণটি স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনের তথ্য তুলে ধরেছে।
দেশ স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে। অটল ইনোভেশন মিশনের ‘ইনোভেশন ফর ইউ’ ডিজি-বুকে মহামারী পরবর্তী সময়ে বিভিন্ন সুযোগ সম্পর্কে লেখা আছে। ৪৫টি স্বাস্থ্য প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ সংস্থার উদ্ভাবনের তথ্য এই বইটিতে স্থান পেয়েছে। রক্তাল্পতা, ম্যালেরিয়া, দাঁতের সমস্যা, মানসিক স্বাস্থ্য, সদ্যজাত এবং শিশুদের যত্ন সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মধ্যমে নানা সমস্যা সমাধানের কথা এই বইতে উল্লেখ রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডাঃ ভি কে পাল, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত, অতিরিক্ত স্বাস্থ্য সচিব শ্রী রাকেশ সারওয়াল এবং নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের নির্দেশক ডঃ চিন্তন বৈষ্ণবের উপস্থিতিতে বইটি প্রকাশ করেন।
CG/CB/SB
(Release ID: 1765591)
Visitor Counter : 212