শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে প্রথম অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য জাতীয় তথ্য ভান্ডার ই-শ্রম পোর্টালে ৪ কোটিরও বেশি অসংগঠিত শ্রমিক নাম নথিভুক্ত করেছেন

Posted On: 17 OCT 2021 12:44PM by PIB Kolkata

নতুন দিল্লি১৭ই অক্টোবর২০২১

 

২ মাসেরও কম সময়ে ৪ কোটিরও বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ই-শ্রম পোর্টালে তাদের নাম নথিভুক্ত করেছেন। কেন্দ্রীয় শ্রম ও সংস্থান মন্ত্রী শ্রী ভূপেন্দ্রর যাদব এক ট্যুইট বার্তায় জানিয়েছেননাম নিবন্ধীকরণের ফলে এই সব শ্রমিকরা সহজেই সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন।

নির্মাণ কর্মীপোষাক শিল্পের সঙ্গে যুক্ত কর্মীমৎসজীবীরাস্তার হকারগৃহ পরিচারক ও পরিচারিকাগিগ ও প্ল্যাটফর্ম কর্মীপরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। পরিযায়ী শ্রমিকদেরও এখানে নাম নথিভুক্ত করতে উৎসাহ দেখা গেছে। এর ফলে সংশ্লিষ্ট সকলে ই-শ্রম পোর্টালের মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের সুবিধা পাবেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী যে ৪ কোটি ৯ লক্ষ কর্মচারী তাদের নাম নথিভুক্ত করেছেনএদের মধ্যে ৫০.০২ শতাংশ মহিলা। নারী এবং পুরুষদের সমভাবে এই প্রকল্পে যুক্ত হওয়া উৎসাহ ব্যাঞ্জক। প্রতি সপ্তাহের প্রাপ্ত তথ্য অনুযায়ী ওডিশাপশ্চিমবঙ্গউত্তরপ্রদেশবিহার এবং মধ্যপ্রদেশের থেকে বেশি সংখ্যায় নাম নথিভুক্ত হচ্ছে। তবেএক্ষেত্রে ছোট ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উৎসাহের কথাও ভুলে গেলে চলবে না। মেঘালয়মণিপুরগোয়া এবং চন্ডীগড়ে প্রকল্পে যুক্ত হওয়ার প্রবণতা কম নজরে আসছে।

মূলত কৃষি ও নির্মাণ ক্ষেত্রে যুক্ত শ্রমিকরা বেশি সংখ্যায় এই প্রকল্পে যুক্ত হচ্ছেন। এর থেকে স্পষ্ট সংশ্লিষ্ট দুটি ক্ষেত্রে কর্মসংস্থান বেশি সৃষ্টি হয়। নিবন্ধীকৃত শ্রমিকদের মধ্যে প্রায় ৬৫.৬৮ শতাংশর বয়স ১৬ – ৪০ এর মধ্যে এবং ৩৪.৩২ শতাংশের বয়স চল্লিশোর্ধ। সামাজিক অবস্থানের বিচারে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ৪৩ শতাংশসাধারণ শ্রেণীর ২৭ শতাংশতপশিলী জাতিভুক্ত সম্প্রদায়ের ২৩ শতাংশ এবং তপশিলী উপজাতিভুক্ত সম্প্রদায়ের ৭ শতাংশ শ্রমিক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে।  

কেরালাগোয়ামেঘালয় এবং মণিপুরে বেশির ভাগ মানুষ নিজেরাই নাম নথিভুক্ত করেছেন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দাদরা নগর হাভেলীআন্দামান ও নিকোবর এবং লাদাখে এই প্রবণতা দেখা গিয়েছে।

তবেনিবন্ধীকৃত শ্রমিকদের মধ্যে ৭৭ শতাংশ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে  নাম নথিভুক্ত করেছেন। প্রত্যন্ত অঞ্চলের শ্রমিকরাও এই প্রকল্পে যুক্ত হতে বেশি উৎসাহ দেখিয়েছেন। শ্রী ভূপেন্দ্র যাদবশ্রী রামেশ্বর তেলীশ্রম ও কর্মসংস্থান সচিব শ্রী সুনীল বার্থওয়াল এবং মুখ্য শ্রম কমিশনার (সেন্ট্রাল) অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে পোর্টালের বিষয়ে আলোচনা করেছেন। এই পোর্টালে নাম নথিভুক্ত করার ফলে কি কি সুবিধে পাওয়া যাবেসেবিষয়ে তারা বিস্তারিত জানিয়েছেন।

আগ্রহী শ্রমিকরা ই-শ্রম মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব সাইটের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও নির্দিষ্ট কিছু ডাকঘরেরাজ্য সেবা কেন্দ্রশ্রমিক কল্যাণ সমিতিতে একাজ করা যাবে। নাম নথিভুক্ত করা পর একটি ডিজিটাল ই-শ্রম কার্ড শ্রমিকদের দেওয়া হবে। তারা প্রয়োজনে তাদের প্রোফাইলে নতুন তথ্য যুক্ত করতে পারবেন। ই-শ্রম কার্ডে যে নম্বরটি থাকবেসেটি দেশের সব অঞ্চলে গ্রহণযোগ্য হবে। নিবন্ধীকৃত শ্রমিকরা কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে যদি স্থায়ীভাবে প্রতিবন্ধকতার শিকার হনতাহলে তিনি ২ লক্ষ টাকা পাবেন। যদি দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ঘটে তাহলে তার নিকটজনকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনায় যারা আংশিকভাবে প্রতিবন্ধকতার শিকার হবেনতাদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

CG/CB/SFS


(Release ID: 1764593) Visitor Counter : 742