প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ওয়েলসের ব্রিকনে আয়োজিত ক্যাম্বরিয়ান পেট্রোল মহড়ায় ভারতীয় সেনাদল স্বর্ণ পদক পেয়েছে

Posted On: 16 OCT 2021 2:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ অক্টোবর, ২০২১

 

ভারতীয় সেনার ৪/৫ গোর্খা রাইফেলসের (ফ্রন্টিয়ার ফোর্স) একটি দল মর্যাদাপূর্ণ ক্যাম্বরিয়ান পেট্রোল মহড়ায় স্বর্ণ পদক পেয়েছে। উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক স্তরের এই সেনা মহড়া গ্রেড ব্রিটেনে ওয়েলসের ব্রিকনে গত ১৩-১৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত হয়। 

ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক্স-ক্যাম্বরিয়ান পেট্রোল মহড়াকে মানব সহনশীলতা, দলগত ভাবনার ক্ষেত্রে এক সর্বোচ্চ পরীক্ষার নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে মহড়ার অলিম্পিক হিসেবেও ক্যাম্বরিয়ান পেট্রোল মহড়াকে তুলনা করা হয়। 

মহড়া চলাকালীন সেনা জওয়ানদের বিভিন্ন ধরণের চরম ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমনকি, কঠিন বাস্তবিক পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শিতা ও সহনশীলতার পরিচয় রাখতে হয়। 

এই মহড়ায় অংশগ্রহণকারী ভারতীয় সেনাদল বিচারকমণ্ডলীর কাছ থেকে দিক নির্দেশক দক্ষতা, টহলদারী ও নির্দেশ মেনে চলা এবং দৈহিক সহনশক্তির ক্ষেত্রে সর্বোচ্চ প্রশংসা পেয়েছে। 

ব্রিটিশ সেনা প্রধান জেনারেল স্যার মার্ক কার্লেটন-স্মিথ গতকাল এক বিশেষ অনুষ্ঠানে ভারতীয় সেনাদলের সদস্যদের হাতে স্বর্ণ পদক তুলে দেন। 

এবছর অংশগ্রহণকারী ৯৬টি সেনাদলের মধ্যে কেবল ৩টি দলকে আন্তর্জাতিক পেট্রোল বা মহড়ার ক্ষেত্রে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করা হয়েছে।

 

CG/BD/AS/


(Release ID: 1764413) Visitor Counter : 240