যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ভারতীয় ডাক বিভাগ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ই-পিএলআই বন্ড/ পিএলআই বীমা বন্ডের ডিজিটাল সংস্করণের সূচনা করেছে

Posted On: 12 OCT 2021 5:59PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১২ অক্টোবর, ২০২১

 

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অন্তর্গত ডাক বিভাগ আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে আজ 'ডাক জীবন বীমা বন্ড'(পিএলআই)-এর ডিজিটাল সংস্করণ বা ই-পিএলআই বন্ড-এর সূচনা করেছে। প্রতি বছর ১২ অক্টোবর দিনটি 'ডাক জীবন বীমা দিবস' হিসেবে উদযাপন করা হয়। এই উপলক্ষে সাত দিন ‘ডাক সপ্তাহ’ উদযাপন করা হয়। এদিন এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক বিভাগের সচিব শ্রী বিনীত পান্ডে, ডাক বিভাগের মহানির্দেশক শ্রী অলোক শর্মী, পিএলআই-এর সদস্য শ্রীমতী সন্ধ্যা রানী, পিএলআই-এর মুখ্য জেনারেল ম্যানেজার এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।

ই-পিএলআই বন্ড-এর সূচনা করার পর ডাক বিভাগের সচিব শ্রী বিনীত পান্ডে বলেন, ই-পিএলআই বন্ড হলো ডাক বিভাগের ডিজিটাল লকারের ক্ষেত্রে প্রথম উদ্যোগ। এই পদক্ষেপ গ্রহণের ফলে সাধারণ মানুষ খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে ডাক জীবন বীমা বন্ডের সুবিধা পেতে পারেন। জাতীয় ই-গভর্নেন্স বিভাগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় ডিজি লকারের সুবিধা সহ এই ই-পিএলআই বন্ড চালু করা হয়েছে। ডিজি লকার ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও সংশাপত্র সংরক্ষণের কাজ করে থাকে। ডিজি লকারে নিরাপদভাবে লগ ইন করে এর সুবিধাভোগীরা তাদের মোবাইল ফোনে বীমা বন্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। ডাক জীবন বীমা এবং গ্রামীণ ডাক জীবন বীমা উভয় বন্ডই ইলেকট্রনিক ফর্মে পাওয়া যাবে। বীমার সুবিধাভোগীরা বীমার মেয়াদ উত্তীর্ণের পর ডিজি লকার মোবাইল অ্যাপের থেকে ডিজিটাল কপি ডাউন লোড করে, তা ডাক বিভাগের কার্যালয়ে জমা দিতে পারবেন। এই ডিজিটাল কপিটি ডাক বিভাগে একটি বীমার বৈধ তথ্য হিসেবে বিবেচিত হবে। এমনকি বীমার সুবিধাভোগীরা ই-পিএলআই বন্ডকে প্রয়োজনীয় নথি হিসেবে যেমন ঠিকানা পরিবর্তন, মনোনয়ন ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। ডাক বিভাগের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের কাছে আরও উন্নত ও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া। এই পদক্ষেপ গ্রহণের ফলে ডাক বিভাগের সুবিধাভোগীরা কোন রকম সমস্যা ছাড়াই অল্প সময়ের মধ্যে এর পরিষেবা গ্রহণ করতে পারবেন। 

 

CG/SS/SKD/



(Release ID: 1763424) Visitor Counter : 237