তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ এল মুরুগান শ্রীনগরে প্রসার ভারতীর অডিটোরিয়াম উদ্বোধন করেছেন
Posted On:
11 OCT 2021 3:57PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ অক্টোবর, ২০২১
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ এল মুরুগান আজ আকাশবাণীর শ্রীনগর কেন্দ্রে প্রসার ভারতীর অডিটোরিয়াম উদ্বোধন করেছেন।
এই অডিটোরিয়ামে ১৭০ জন বসতে পারবেন। এখানে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১৪ সালের বন্যায় প্রেক্ষাগৃহটি ক্ষতিগ্রস্থ হয়েছিল।
শ্রী মুরুগান উদ্বোধনী ভাষণে বলেন, আকাশবাণী ও দূরদর্শনের শ্রীনগর কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত কয়েক দশক ধরে বিভিন্ন ভাষায় এখান থেকে উচ্চমানের অনুষ্ঠান সম্প্রচারিত হয়। ২০১৪ সালের বন্যার সময় এবং কোভিড-১৯ মহামারীর সময়কালে আকাশবাণী ও দূরদর্শনের শ্রীনগর কেন্দ্রের ভূমিকার প্রসঙ্গ তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় প্রতিবেশী দেশগুলি থেকে অপপ্রচার এবং উদ্দেশমূলক প্ররোচনাধর্মী প্রচারের যথাযথ জবাব আকাশবাণী ও দূরদর্শনের শ্রীনগর কেন্দ্র থেকে দেওয়া হয় বলে শ্রী মুরুগান মন্তব্য করেছেন। তিনি বলেন, সংবিধানের ৩৭০ রদের পর এখানে দ্রুত উন্নয়ন হচ্ছে। শান্তি ও সমৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল মনোজ সিনহা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সর্বাঙ্গীন উন্নয়ন ও সুপ্রশাসনের ভাবনাকে কাজে লাগিয়ে বিপুল উন্নয়নমূলক কাজ করছেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট কাশ্মীরি গায়ক বশির আহমেদ তাইলবালি এবং তাঁর ট্রুপের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন।
CG/CB /NS
(Release ID: 1763100)
Visitor Counter : 160