ইস্পাতমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন দুটি মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার লাভ করেছে
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 OCT 2021 11:47AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ১০ অক্টোবর, ২০২১
 
ভারতের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদন সংস্থা কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীন ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন পরিবেশগত ধারাবাহিকতা বিভাগে স্বর্ণপদক লাভ করেছে। এছাড়া পরিবেশগত ব্যবস্থাপনা বিভাগে কুমারস্বামী আয়রন ওর মাইন প্লাটিনাম পুরস্কারে ভূষিত হয়েছে। দেরাদুনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়েছে। উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন উৎপাদন প্রকল্পে ধারাবাহিকভাবে উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং পরিবেশগত ব্যবস্থাপনা বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ অবদানের দরুন এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়।
ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন এর পক্ষে চিফ জেনারেল ম্যানেজার আরপি, এই পুরস্কার গ্রহণ করেন। সমাপ্তি অনুষ্ঠানে উত্তরাখণ্ড সরকারের বন, বিদ্যুৎ এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী ডক্টর হীরক সিং রাওয়াত উপস্থিত ছিলেন।
 
CG/ SB
                
                
                
                
                
                (Release ID: 1762792)
                Visitor Counter : 236